অম্লিতা দাস: সিআইএসসিই বোর্ডের দশম শ্রেণীর আইসিএসসি ও দ্বাদশ শ্রেণীর আইএসসি পরীক্ষা এবার হতে চলেছে অনলাইনে। সমস্ত পড়ুয়াদের অনলাইনে কিয়াভবে নেওয়া হবে পরীক্ষা? তার জন্যই আগে থেকে শিক্ষকদের দেওয়া হবে প্রশিক্ষণ। এই প্রশিক্ষণও হবে অনলাইনেই।
হবে পরীক্ষা আর তার আগেই প্রস্তুত করতে হবে ছাত্র-ছাত্রীদের। অনলাইনে কিভাবে প্রস্তুতি দেওয়া হবে ও পরীক্ষা কিভাবে নেওয়া হবে সেই নিয়েই প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষক-শিক্ষিকাদের। বোর্ডের সচিব জেরি অ্যারাখুন এক বিজ্ঞপ্তিতে জানান, ১৫ই সেপ্টেম্বরের পর থেকেই প্রতিটি বিষয় আলাদা করে প্রশিক্ষণ দেওয়া হবে।
করোনাকালে এই বছর সিআইএসসিই বোর্ডের দুই পরীক্ষাই বাতিল হয়। তবে এবারেও আর পরীক্ষা বাতিল নয়। অনলাইন পরীক্ষা নেওয়ার পরিকল্পনায় বোর্ড। পরীক্ষাকে আগেই দুটো সেমিস্টারে ভাগ করে নিয়েছে বোর্ড। প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে ১৫ই নভেম্বর। দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা মার্চ, এপ্রিলে হওয়ার কথা হলেও তার দিন এখনও অজানা। করোনা পরিস্থিতি তখন ঠিক হলে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা অফলাইনেও হতে পারে।
প্রথম সেমিস্টারের পরিক্ষায় শুধুই থাকবে এমসিকিউ। তাই নিয়েই চিন্তায় পড়ুয়ারা। অধ্যক্ষ জানিয়েছেন, এমসিকিউ পরীক্ষায় ছাত্র ছাত্রীদের বিশদভাবে অধ্যায়গুলি পড়তে হবে, তাহলে বেশি সমস্যা হবেনা।