ঈশিতা সাহা: পুঁথিগত বিদ্যা হয়তো সর্বত্র প্রয়োগকারী নাও হতে পারে। পুঁথিগত শিক্ষার বাইরে যে জীবনশৈলীর পাঠ, তাকে গুরুত্ব দিয়ে চা বাগান, বনবস্তি এবং প্রত্যন্ত এলাকার শিশু-কিশোর-কিশোরীদের পাঠদান দিয়ে চলছে সুসারি তিরকি।
মুখস্থ বিদ্যার বাইরে খেলাধুলা মাধ্যমে শিক্ষাদান পাশাপাশি পরিবেশ নিয়ে সচেতনতা বৃদ্ধি নিয়ে এবং ভবিষ্যতে উপার্জনের সঠিক পথ দেখিয়ে পাঠ দিয়ে চলছেন সুসারি তিরকির স্বেচ্ছাসেবী সংস্থা 'প্রিজম'।। তার উদ্দম ও নতুনত্ব শিক্ষা পদ্ধতিকে সম্মান জানিয়ে আগামী ২৯ সেপ্টেম্বর রাষ্ট্রপতি পুরস্কার পেতে চলেছেন সুসারি তিরকি। এদিন দিল্লিতে পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। যদিও ২০১৮-১৯ সালে ওই সংস্থার জেলার কো-অর্ডিনেটর নিতা ধর রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন। এরপর দ্বিতীয়বারের জন্য ওই সংস্থার সদস্য শিক্ষিকা সুসারি তিরকি রাষ্ট্রপতি পুরস্কারের সম্মানিত হতে চলছেন।
সাইকেল মিছিলের মাধ্যমে পথ নিরাপত্তা সপ্তাহ পালন
সুসারি জানান, রাষ্ট্রপতি পুরস্কার পাওয়ার খবর তিনি প্রথমে বিশ্বাস করতে পারেননি। ২০০৯ সাল থেকে তিনি 'প্রিজম' স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য।প্রথম জীবনে অর্থাভাব থাকার জন্য বেশি দূর লেখাপড়া হয়ে ওঠেনি। কালচিনি চা বাগান থেকে কর্মরত স্বামীর গত ১৫ জুন দেহাবসান হয়। তিনি আরও জানান, চা বাগানে কিশোর-কিশোরীদের মধ্যে জীবনশৈলী পাঠ বা বাস্তবজীবন শিক্ষার জ্ঞান খুবই নিম্ন। তাদের ভবিষ্যৎ নিয়ে কোন স্বপ্নই নেই বললেই চলে। ওদের মধ্যে সেই স্বপ্ন পুনরায় জীবিত করতেই এগিয়ে গিয়েছি এই সংস্থার মধ্যে দিয়ে। জেলা চেয়ারম্যান ড: অনিরুদ্ধ দে বলেন,"আমরা সত্যিই গর্বিত"। পরপর দুবার এই প্রিজম সংস্থা থেকে রাষ্ট্রপতি পুরস্কারে সম্মান পেয়ে খুশি সকলেই।