এক ঝলকে দেখে নিন এবারের টপ চ্যানেলে দুর্গাদের মুখ

 

Take-a-look-at-the-faces-of-Durgas-in-this-year's-top-channel

ঈশিতা সাহা : আগামী মাসেই মহালয়া। ইতিমধ্যে দেবীর আগমনের সমস্ত প্রস্তুতি শুরু হয়েছে। উদ্যোগ নিয়েছে টালিপাড়াও। জেনে নিন কোন চ্যানেলে থাকছে আপনার প্রিয় অভিনেত্রী দুর্গা রূপে।

সিরিয়াল কিলারের হদিশ মিলল রাজ্যে

স্টার জলসা: বাঙ্গালীদের সন্ধ্যেবেলার একমাত্র সঙ্গী স্টার জলসা। শুরু থেকে শেষ বয়স সকলের  চোখ আটকে থাকে এই চ্যানেলের নিবেদনে। এবারে দুর্গা রূপে জাঁকজমক নিয়ে হাজির হবে জলসা পরিবারের তরুণ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এই বয়সেই তার জনপ্রিয়তার মাত্রা রীতিমতো প্রশংসনীয়। এর আগেও জি বাংলার মহালয়াতে পার্বতী রূপে দেখা গিয়েছে তাকে। এবারে স্টার জলসার দূর্গারূপে কতটা দর্শকদের মন জয় করতে পারে তা লক্ষণীয়।পাশাপাশি স্টার জলসার মহালয়াতে গানের গলা দিয়েছেন শোভন গঙ্গোপাধ্যায় এবং ইমন চক্রবর্তী।

সব ধরনের ক্রিকেট জগৎ থেকে বিদায় জানালেন শ্রীলংকার কিংবদন্তি মালিঙ্গা

জি বাংলা: বাংলা টেলিভিশনের টপ চ্যানেলগুলির মধ্যে স্টার জলসার সমান জনপ্রিয়তা পেয়েছে জি বাংলা। পাশাপাশি টিআরপির তালিকায় এই চ্যানেলের সিরিয়ালগুলি পারফরম্যান্স বরাবরই প্রশংসনীয়। এবারে এই চ্যানেলে দুর্গা রূপে চমকপ্রদ অভিনয় করবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইতিমধ্যে চ্যানেলের অফিশিয়াল পেজে ট্রেইলর ভিডিও মন ছুয়েছ দর্শকদের। জী বাংলা মহালয়া অনুষ্ঠানের নাম প্রকাশ্যে 'নানারূপে মহালায়া'।

কুমোরটুলিতে জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ

কালার্স বাংলা: টপ চ্যানেলগুলির মধ্যে কালার্স বাংলাও বাঙ্গালীদের মধ্যে বেশ জনপ্রিয়। এবারে এই চ্যানেলে মহালায়া অনুষ্ঠানে দুর্গা সাচ্ছেন কোয়েল মল্লিক। এর আগেও বিভিন্ন চ্যানেলে একাধিকবার দুর্গা রূপে কোয়েল মল্লিকের অভিনয় দেখেছেন দর্শকগন। এমনকি প্রতিবারই প্রশংসার অধিকারী হয়েছেন তিনি। উল্লেখ্য,২০১৫ সালের 'মহিষাসুরমর্দিনী' তে দুর্গা সেজে বিশেষ নজর কেড়েছিলেন তিনি। 

Post a Comment

Previous Post Next Post