বাবুলের সঙ্গে একই পথে হাঁটলেন সুনীল মণ্ডল!

Sunil-Mandal-walked-the-same-path-with-Babul


ঈশিতা সাহা: প্রথমে বাবুল সুপ্রিয় তারপর সুনীল মণ্ডল, একে একে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। হয়তো প্রথম পদক্ষেপেরই অপেক্ষায় ছিলেন! শুভেন্দু অধিকারীর হাত ধরে প্রথম বিজেপিতে পা ফেলেছিলেন বর্ধমান পূর্বের সাংসদ সুনীল মণ্ডল। মন টেকেনি আর। গেরুয়া শিবিরের বিরুদ্ধে ক্ষোভ উগরে জানিয়ে দিয়েছেন, তিনি তৃণমূল এই আছেন। এরপর তৃণমূল পক্ষ থেকে সবুজ সঙ্কেত মিলতেই, রবিবারের তৃণমূলের কার্যালয় উপস্থিত হন তিনি।

এবার তৃণমূলে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

যদিও সুনীল মণ্ডল কে নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা চলছিল। এদিকে, রবিবার সদ্য ঘাসফুলে ফেরত বাবুল সুপ্রিয় সঙ্গে একই গাড়িতে দেখা গিয়েছে তাকে। তারা একই সঙ্গে ক্যামাক স্ট্রীট এ আসেন। এটি স্পষ্ট ধারণা যে ফের তৃণমূলে ফিরছেন সুনীল মণ্ডল।

অজানা জ্বরে আক্রান্ত শিশুরা ঠাই পাছে ওয়ার্ডের মেঝেতে!

এদিকে বাবুল সুপ্রিয়কে ধন্যবাদ জানিয়ে সুনীল মণ্ডল বলেন, "সাংগঠনিক দিক থেকে বাবুল সুপ্রিয় আমার সঙ্গে কাজ করবে, এটা জেনে খুবই ভালো লাগছে। বাবুল মানুষের জন্য কাজ করেছে। ওর মানুষের সঙ্গে হৃদয়তার সম্পর্ক আছে। আমি আন্তরিকভাবে ওকে ধন্যবাদ জানাচ্ছি।"

Post a Comment

Previous Post Next Post