আত্মঘাতী প্রেমিক! প্ররোচনা দিয়ে খুনের অভিযোগ উঠল প্রেমিকা সহ পরিবারের বিরুদ্ধে

Suicidal-boyfriend-Allegations-of-murder-arose-against-the-family-including-the-lover


ঈশিতা সাহা: যুবককে আত্মহত্যার প্ররোচনা দিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকা সহ তার পরিবারের ৫ জনের বিরুদ্ধে। ঘটনাটি সোমবার বিকেলে বাগদা থানার বয়রা গ্রাম পঞ্চায়েতের কুরুলিয়া গ্রামে। সেদিন রাতেই মৃত যুবকের মা অঞ্জলি মন্ডল ওই প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে বাগদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

পুলিশ সূত্রে খবর, আত্মঘাতী যুবকের নাম দীপক মন্ডল (৪১)। আনুমানিক ১৪ বছর আগে তিনি নিজের বাড়ি ছেড়ে প্রেমিকা রেবা মন্ডলকে বিয়ে করেন। এরপর উত্তর ২৪ পরগনা হাটকুরুলিয়া গ্রামে একবাড়িতে উঠে সংসার করতে থাকেন। রেবা মন্ডলের বাপের বাড়িতে আছেন বাবা মা ও এক ভাই। মৃত যুবকের মা অঞ্জলি মন্ডল এর দাবি, নিজের উপার্জন দিয়ে প্রেমিকা রেবার বাপের বাড়িতে পাকা ঘর বাড়ি তৈরি করে দিয়েছিলেন ছেলে দীপক মন্ডল। কিন্তু বেশ কয়েক দিন আগে  একাধিক কারণে ছেলের সঙ্গে প্রেমিকার পরিবারের বচসা হয়। এমনকি তাকে একাধিকবার আত্মহত্যার প্ররোচনা দিয়ে বাড়ি থেকে বের করে দেয় রেবার পরিবার। এরপর গত বুধবার দীপক মন্ডল তার মায়ের বাড়িতে চলে আসেন। দীর্ঘদিন পর নিজের বাড়িতে ফিরলেও মানসিক যন্ত্রণায় অবসাদ হয়ে পড়েন তিনি।

অঞ্জলি মন্ডল জানান, এতদিন পর ছেলে ফিরলেও মানসিক যন্ত্রণা যেন কুরে কুরে খাচ্ছিল তাকে। কিন্তু গত ১৯ তারিখ রবিবার সন্ধ্যাবেলায় ছেলেকে ফোন করে কুরুলিয়ার বাড়িতে ডাকা হয়। এরপর পরদিন সোমবার দুপুর ১ টা নাগাত খবর পাই আমার ছেলে নিজ বাড়িতে বাথরুমে পড়ে আছে। ঘটনার খবর পেয়ে সোমবার রাতে তিনি বাগদা থানায় লিখিত বয়ানে প্রেমিকা এবং তার পরিবারের বিরুদ্ধে ছেলেকে খুন করার  দাবি করেন।

এদিন মৃত দীপক মন্ডলের কাছ থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করে পুলিশ। তাতে স্পষ্ট নাম উঠেছে রেবা ও তার পরিবারের সদস্যদের। সাথে রেবার বর্তমান প্রেমিক রাজার নামও উল্লেখ রয়েছে। সম্পত্তি হাতিয়ে খুনের চেষ্টা কিনা তা খতিয়ে দেখছে বাগদা থানা পুলিশ।

Post a Comment

Previous Post Next Post