রিয়া গিরি : প্রেমে পড়লে মানুষ বয়স জাতি, কোন কিছুরই পরোয়া করে না। কিন্তু আরশোলার প্রেমে পড়াটা একটু হাস্যজনক। ২৫ বছরের এক যুবকের সঙ্গে একটি মহিলা আরশোলার সম্পর্ক তৈরি হয়েছে। ইউমা সিনোহারা নামের এক যুবক একটি মহিলা আরশোলা প্রেমে পড়ে যায়। তিনি একটি আফ্রিকান আরশোলা খামার থেকে কিনেছিলেন এবং তার পর থেকেই উমা অনুভব করতে শুরু করে যে দুজনের মধ্যে কিছু সম্পর্ক তৈরি হয়েছে এবং যারা একে অপরকে দুজনের খুব ভালোমতোই বুঝতে পারে।
নিজের দোকানেই পাত্রী চাই সাইনবোর্ড ঝুলিয়ে রাখলেন যুবক
ইউমা তার মৃত গার্লফ্রেন্ডে লিসার মৃত্যুর পরে তার সঙ্গে শারীরিক যোগাযোগের কথা চিন্তা করে। সে আরশোলাকে লিসা নামে ডাকে। সে মনে করে লিসা বড় মানুষের মতো হাঁটে। লিসা মারা গেলে ইউমা তাকে খেয়ে ফেলে কারণ পতঙ্গদের জীবনের আয়ু অতি স্বল্প। লিসা মারা যাওয়ার পর ইউমা তাকে খেয়ে ফেলে অর্থাৎ ইউমা একজন এন্টোমোফ্যাসিস্ট যারা পোকা মাকড় খাদ্য হিসেবে পছন্দ করেন।
৬০% নম্বরেই এবার মিলবে স্কলারশিপ
ইউমা বিশ্বাস করে যে লিসার মৃত্যুর শোক কাটিয়েওটা তার পক্ষে কঠিন ছিল তাই সে লিসার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার জন্য তাকে গ্রাস করেছে অর্থাৎ সর্বদা সে তার শরীরে উপস্থিত থাকবে। তবে জাপানের এই উপাখ্যান আজকাল মানুষের মধ্যে খুব আশ্চর্যজনক আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।