রিয়া গিরি : সিদ্ধার্থ শুক্লার মৃত্যু এখনো পর্যন্ত মেনে উঠতে পারছেন না তার পরিবার।খুব অল্প বয়সেই তিনি সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেছেন। তার ফ্যানরাও এই ধাক্কা কাটিয়ে উঠতে পারছেননা। বিখ্যাত ইউটিউবার সহ প্যারানরমাল বিশেষজ্ঞ স্টিভ হাফ তার সঙ্গে কথা বলেছেন।
KKR টিমে জায়গা করে নিল বসিরহাটের জিন্না
সিদ্ধার্থের আত্মার সঙ্গে কথা বলেছেন তিনি। এমনকি একটি সল স্পিকিং সেশন করেছেন সিদ্ধার্থের সাথে। নিজের পরিবারের উদ্দেশ্যে কি কথা বলতে চাইছে সিদ্ধাত তাও তিনি উল্লেখ করেন। এই ভিডিওটিতে দেখা যায় স্টিভ প্রশ্ন করছেন'আপনি এখন কোথায় আছেন।' উত্তরে আসে 'আমি হাফ এর কাছে আছি'। এমনকি কুকুরকে পাওয়ার কথা শোনা যায়।বৃদ্ধ মায়ের সম্পর্কে কোন বার্তা আছে কিনা প্রশ্নের উত্তর আসে 'আমি মৃত'।
মাতৃদুগ্ধ পান করতে গিয়ে এক মাসের শিশুর খাদ্যনালীতে গিয়ে আটকালো মায়ের ব্লাউজের হুক
প্রিয়জনদের উদ্দেশ্যে উত্তর আসে,'আমি তোমাদের কান্না মুছে দেবো'।প্যারানরমাল বিশেষজ্ঞ স্টিভ প্রায় তিন দিন ধরে তার তৈরি বিশেষ যন্ত্রের সাহায্যে সিদ্ধার্থের সঙ্গে কথা বলেছেন তিনি। এবং তাদের এই কথোপকথন সোল স্পিকিং সেশনে রেখেছেন।