ঈশিতা সাহা: আগামী ৩০ অক্টোবর ভোটগ্রহণ, এবং গণনা ২ নভেম্বর। তারি আগে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ ভবানীপুর কেন্দ্রে জারি করা হলো ১৪৪ ধারা। মূলত ভোটের একদিন আগে এই ধারা জারি করা। কিন্তু এবারে উপনির্বাচনে ভবানীপুরে কেন্দ্রে দুদিন আগে জারি করা হলো ১৪৪ ধারা। সাথে ভবানীপুরের সমস্ত বুথে ওয়েব কাস্টিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে ভবানীপুর বিধানসভাকে কেন্দ্র করে সুরক্ষা ব্যবস্থায় করা নির্দেশনা দিয়েছে কলকাতা পুলিশ। উপ নির্বাচনকে কেন্দ্র করে ২৬ টি অস্থায়ী সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। মূলত ভোট গ্রহণ কেন্দ্র ও সংলগ্ন এলাকা জুড়ে এই ব্যবস্থা। ভোট গ্রহণের সময় পরিস্থিতি বুঝে ক্যামেরা সংখ্যা বাড়ানো যেতে পারে বলে জানিয়েছেন লালবাজার। কলকাতা পুলিশ কমিশনার সৌমেন মিত্র নির্দেশিকা জানিয়েছেন, বুথের ২০০ মিটারের মধ্যে ৫ জনের বেশি জামায়াত করা যাবে না। পাশাপাশি প্রত্যেকটি বুথে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ থাকবে।