শ্রমণ দে : করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মা নিরূপা গঙ্গোপাধ্যায় (Nirupa Ganguly) ৷ কোনও ঝুঁকি না নিয়ে সোমবার রাতেই তাঁকে আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ৷ আজ, মঙ্গলবার সকাল থেকে অবস্থা স্থিতিশীলই জানা গিয়েছে তাঁর ৷ বিকেলে মা-কে দেখতে হাসপাতালে যাওয়ার কথা রয়েছে সৌরভের ৷
সোমবার রাতে অবশ্য অল্প শ্বাসকষ্টের সমস্যা হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা-য়ের ৷ তাঁকে অক্সিজেনও দেওয়া হয় ৷ এদিকে মা নিরূপা দেবীর করোনা ধরা পড়ার পর বাড়িতে বাকি সকলেরই করোনা পরীক্ষা হয়েছে ৷ স্বস্তির খবর রিপোর্ট নেগেটিভ এসেছে সৌরভের ৷
বেশ কয়েকদিন ধরেই বয়সজনিত সমস্যায় ভুগছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা ৷ এরপর জ্বর কিছুটা বাড়ায় আর ঝুঁকি না নিয়ে সোমবার হাসপাতালে ভর্তি করা হয় নিরূপা গঙ্গোপাধ্যায়কে ৷ সেখানে করোনা পরীক্ষা করা হলে, তাঁর রিপোর্ট পজিটিভ আসে ৷ হাসপাতাল সূত্রে খবর করোনা রিপোর্ট পজিটিভ এলেও তেমন কোনও উপসর্গ নেই নিরূপা গঙ্গোপাধ্যায়ের। শারীরিকভাবে দুর্বল রয়েছেন তিনি। হাসপাতালের তরফে সর্বক্ষণ পর্যবেক্ষণ করা হচ্ছে। ডাক্তার সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে হাসপাতালে ভর্তি রয়েছেন সৌরভের মা। মঙ্গলবার বিকেলে হাসপাতালে যাওয়ার কথা সৌরভ গঙ্গোপাধ্যায়ের। সৌরভের পরিবার সূত্রে খবর করোনা টিকাকরণের দুটি ডোজই নেওয়া রয়েছে নিরূপা গঙ্গোপাধ্যায়ের।
সময়টা একেবারে ভাল যাচ্ছেনা সৌরভের পরিবারে। দিন কয়েক আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। তবে সেই সময় তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ ছিল। গ্যাসট্রিকের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সিএবি সচিব। দিন কয়েক পর্যবেক্ষণে থাকার পর হাসপাতাল থেকে ছাড়া পান স্নেহাশিস। এবার অসুস্থ হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের মা।
বর্তমানে বিভিন্ন শ্যুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন সৌরভ। বিজ্ঞাপনের শুটিং ছাড়াও দাদাগিরি শুটিং শুরু হওয়ার কথা ৪ সেপ্টেম্বর থেকে। ইতিমধ্যেই তার প্রোমো সংক্রান্ত শ্যুটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। তবে আপাতত সৌরভের মা করোনা আক্রান্ত হওয়ার কারণে দিন কয়েক আইসোলেশনে থাকতে পারে। পরিবার সূত্রে খবর, সৌরভের পরিবারের কারোর কোনও উপসর্গ নেই।