রিয়া গিরি : এইচডিএফসি ব্যাংক ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সর্তকতা জারি করা হয়েছে। তার কোটি কোটি গ্রাহকদের মেলপাঠিয়ে সতর্ক করেছে ব্যাংক কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে ৩০ সেপ্টেম্বরের আগেই প্যান এর সঙ্গে তাদের আধার লিঙ্ক করতে হবে। যদি কোনো গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যেই কাজ না করে তাহলে ব্যাঙ্কিং পরিষেবা তার ব্যাহত হতে পারে।
৬০% নম্বরেই এবার মিলবে স্কলারশিপ
এস বি আই তার নিজস্ব টুইটে বলেছেন প্যান লিংক প্রয়োজনীয়। একটি ব্যর্থ হলে ৩০সেপ্টেম্বরের পরে প্যান কার্ড সক্রিয় হয়ে যাবে। যদি লিংক না থাকেযদি লিংক না থাকে তবে লেনদেনে নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহার করা যাবে না।তাই সময়ের মধ্যেই গ্রাহকদের লিংক করে নেওয়ার অনুরোধ করেছে ব্যাংক কর্তৃপক্ষ।যদিও নতুন অ্যাকাউন্ট করার জন্য অনেক আগেই ব্যাংক থেকে জানিয়ে দেয়া হয়েছিল আধার এবং প্যান কার্ডের লিঙ্ক থাকা জরুরি। আর তা কার্যকরী করতে নির্দেশ দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
আজব পৃথিবী! আরশোলার প্রেমে পড়লেন এক জাপানী যুবক
যার জন্য দুটি উপায় রয়েছে প্রথমটি এসএমএসের মাধ্যমে এবং দ্বিতীয়টি আয়কর ওয়েবসাইট ভিজিট করে করা যেতে পারে। ৫৬৭৬৭৮ নম্বরে অথবা ৫৬১৬১ নম্বরে এসএমএস করে কার্ড লিঙ্ক করা যেতে পারে।