মানিব্যাগে অর্থের সমাগম নিয়ন্ত্রণ করতে মানতে হবে যে নিয়মগুলি


Rules-that-must-be-obeyed-to-control-the-accumulation-of-money-in-the-wallet


রিয়া গিরি : কথায় আছে লক্ষ্মী বড়ই চঞ্চল! লক্ষী এক জায়গায় স্থির থাকে না। কথাটির সত্যতা অনেকখানি সঠিক। অর্থ উপযুক্ত থাকলে সকলের মন ভাল থাকে। সেই মূলধন আটকে রাখতে অবলম্বন করতে হবে বেশ কয়েকটি নিয়ম। যা দিয়েই মানিব্যাগের ওপর সর্বদা লক্ষীর কৃপা বজায় থাকবে।


শাস্ত্রমতে  মানি ব্যাগের মধ্যে বেশ কয়েকটি জিনিস রাখলে সর্বদা মানি ব্যাগের মধ্যে অর্থের সমাগম থাকে। সেগুলি হল -
• মানিব্যাগে যদি কেউ বেশ কয়েকটি চাল এর দানা রেখে দেয় তাহলে আর্থিক ব্যয় অনেকাংশেই কমে যায়।


•  অথবা গুরুজনদের দেওয়া অর্থ যদি মানিব্যাগে রেখে দেওয়া হয় তাহলে সর্বদা গুরুজনদের আশীর্বাদ সাথে থাকে।
•  মানিব্যাগে যদি লক্ষ্মীর ছবি রাখা যায় তবে মা লক্ষ্মীর কৃপা সর্বদা অর্থের ওপর বজায় থাকে।


শাস্ত্রমতে এই কয়েকটি নিয়ম মেনে চললেই জীবনে অর্থহীনতা থেকে মুক্তি পেতে পারবেন।

Post a Comment

Previous Post Next Post