ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ওসির ছেলের শিরা কাটা দেহ

Retired-OC's-son's-severed-body-recovered-from-the-flat

ঈশিতা সাহা : খড়দহের একটি ফ্ল্যাট থেকে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মীর ছেলের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। গলার নলি এবং হাতের শিরা কাটা অবস্থায় রক্তাক্ত ভাবে মেঝেতে লুটিয়ে পড়ে ও পাশে একটি ধারালো ছুরি পাওয়া গেছে। সাথে একটি সুইসাইড নোটের সন্ধান মিলেছে। পুলিশ জানিয়েছে, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে তবেই মৃত্যুর আসল কারণ জানা যাবে।

 পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম শ্রেয়ন সেন(২৪)। ইংরেজিতে এমএ - ছাত্র। বাবা রাজ্য ট্রাফিক পুলিশের ওসি পদ থেকে অবসরপ্রাপ্ত কর্মী। খড়দহ থানা এলাকায় বিটি রোড লাগোয়া আদর্শ পল্লীতে তাদের ফ্ল্যাট। অ্যাপার্টমেন্টের তিনতলার ফ্ল্যাটে বাবা-মা ও দাদার সঙ্গে থাকতেন শ্রেয়ন। জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় দাদার সঙ্গে বাইরে চা বিস্কুট খেয়ে বাড়ি ফেরে শ্রেয়ন। তারপরই নিজ ঘরে ঢুকে  দরজা বন্ধ করে দেয়। ঘরের দরজা অধিক সময় বন্ধ থাকায় বাড়ির লোকের সন্দেহ হয়। এরপর ডাকাডাকি করলেও দরজা খোলে না। দরজা ঠেলে ঘরে ঢুকতেই,  গলার নলি ও হাতের শিরা কাটা অবস্থায় মেঝেতে শ্রেয়নের দেহ পড়ে থাকতে দেখেন বাড়ির লোক।

 খবর পেয়ে খরদোহ থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। যদিও শ্রেয়ন এর পাশে একটি সুইসাইড নোট পাওয়া গেলেও বিষয়টি আত্মহত্যা বলে পরিষ্কার হয়নি এখনো। পুলিশ তদন্তে একাধিক বিষয়ে উঠে এসেছে। একজন হাতের শিরা কাটলেও  নিজেই আবার কি করে গলার শিরা কাটতে পারে। পুলিশ আধিকারিকরা জানান, এটি আত্মহত্যা, নাকি অন্য কোন রহস্য লুকিয়ে আছে তা নিয়ে খতিয়ে দেখা হচ্ছে। দেহটি ইতিমধ্যে ময়না তদন্তে পাঠানো হয়েছে। তদন্তের পর আসল বিষয়টি জানা যাবে।

Post a Comment

Previous Post Next Post