রিয়া গিরি : ভারতের ঐতিহ্য গুলির মধ্যে একটি পুরনো ঐতিহ্য হলো শাড়ি। শাড়ি কোন বস্ত্র হিসেবে নয় শাড়ির আবিষ্কার থেকে বর্তমান সমাজ ব্যবস্থার পরিস্থিতি পর্যন্ত রয়েছে নানা ইতিহাস। শাড়ি ভারতবর্ষের ঐতিহ্যকে তুলে ধরে। নারীর শাড়ি শুধুমাত্র বস্ত্র হিসেবে নয় বিশ্বের কাছে ভারতবর্ষকে আলাদা করে তুলে ধরতে যথেষ্ট। কিন্তু সেই শাড়ি পরাতে এক মহিলাকে রেস্টুরেন্টে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল দিল্লির এক অভিজাত রেস্তোরাঁয় বিরুদ্ধে। স্মার্ট পোশাক এর সংজ্ঞা তবে শাড়ি নয় এই প্রশ্নই ওই মহিলা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত সাহা কে ট্যাগ করে টুইট করেছেন।
Saree is not allowed in Aquila restaurant as Indian Saree is now not an smart outfit.What is the concrete definition of Smart outfit plz tell me @AmitShah @HardeepSPuri @CPDelhi @NCWIndia
— anita choudhary (@anitachoudhary) September 20, 2021
Please define smart outfit so I will stop wearing saree @PMishra_Journo #lovesaree pic.twitter.com/c9nsXNJOAO
ঘটনাটি ঘটেছে দিল্লির এক অভিজাত রেস্তোরাঁয়। যেখানে এক ভদ্রমহিলা পেশায় ব্লগার শাড়ি পরে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হল। মূল অভিযোগকারী অনিতা চৌধুরি নামে ওই মহিলা জানান তাকে রেস্তোরাঁর লোকেরা স্মার্ট পোশাক না পরে আসার জন্য ঢুকতে বাধা দেয়। পরে এ নিয়ে বচসা শুরু হয় সেই রেস্তোরাঁর কর্মীর সাথে। ইতিমধ্যেই ওই ভিডিও তিনি শেয়ার করেন এবং লেখেন"শাড়ি নাকি স্মার্ট পোশাক নয়, তাই শাড়ি পরে প্রবেশ নিষিদ্ধ করেছে দিল্লির এই রেস্তোরাঁ, তবে এ স্মার্ট পোশাক এর সংজ্ঞা কি দয়া করে আমাকে জানাবেন নরেন্দ্র মোদি,অমিত শাহ, হরদীপ সিং পুরি, দিল্লি পুলিশ এবং জাতীয় মহিলা কমিশন। বাকি স্মার্ট পোশাকের সঙ্গে বলে দিন তাহলে আমি শাড়ি পরা ছেড়ে দেবো।
সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল দিল্লি ক্যাপিটালস
এই ঘটনা প্রকাশ্যে আসার পর সোশ্যাল মিডিয়া জুড়ে শোরগোল পড়ে গেল।তবে কি শাড়িকে স্মার্ট পোশাকের মধ্যে ধরা যায় না এই নিয়ে উঠছে নানা প্রশ্ন। ঘটনাটি বিতর্কর মুখে পড়ার পর অস্বীকার করে ওই দিল্লির অভিজাত রেস্তোরাঁ কর্তৃপক্ষরা। তারা দাবি করে পুরো ঘটনাটি গেট ম্যানেজারের সাথে হয়েছে তাতে রেস্তোরাঁ কর্তৃপক্ষের কোন দায় আসেনা। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে অনিতা চৌধুরী বলেন "ভারতীয় মহিলাদের সবচেয়ে সম্মানজনক পোশাকের মধ্যে শাড়িকে ধরা হয়।যে ভারতে তারা ব্যবসা করছে সেই ভারতীয় পোশাকে আপত্তি কেন? এর উত্তর দিক!