বৃষ্টিপাতের দরুন লাল সতর্কতা জারি বঙ্গের দুই জেলায়



অম্লিতা দাস: টানা দুদিনের বৃষ্টিপাতের পরে বৃহস্পতিবার আশার আলো দেখতে পারি আমরা। এমনটাই জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। মঙ্গলবার ও বুধবারের ভারী বৃষ্টিপাতের পর দক্ষিণ কলকাতার একাধিক জেলাতেই কমবে বৃষ্টিপাতের পরিমান। তবে বঙ্গের তিনটি জেলায় তার পরেও ভারী বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে।

বঙ্গের দুই জেলায় লাল সতর্কতা জারি করেছেন সরকার, যার মধ্যে আছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়া জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। আর কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিন চব্বিশ পরগনা, বর্ধনান, বীরভূমে জারি হয়েছে হলুদ সতর্কতা। আবহবিদরা বৃষ্টির পাশাপাশি ঘন্টায় ৩০-৫০কিলোমিটার বেগে হাওয়া হওয়ার পূর্বাভাস দিয়েছেন।

ইতিমধ্যেই ভারী বৃষ্টির চাপে ডুবে গেছে একাধিক অঞ্চল। গঙ্গাতে জোয়ারের কারণে বুধবার বিকেল থেকে রাত  পৌনে নয়টা পর্যন্ত লোকজন  আসা-যাওয়া বন্ধ রাখা হবে। ওই সময় বৃষ্টি হলে পরিস্থিতি খারাপ হওয়ারই আশঙ্কা করছেন পুরসভা। 

Post a Comment

Previous Post Next Post