রিয়া গিরি : ভারতীয় ডাক বিভাগে স্টাফ ড্রাইভার পদে আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আজ। চলতি বছরেই ৫ ই জুলাই থেকে আবেদনের দিন শুরু হয়েছিল যার শেষ তারিখ আজ। আবেদনকারী প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে দশম পাশ হতে হবে এছাড়া প্রার্থীর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
হাতের তালিতেই নেচে ওঠে জল; সেরে ওঠে যেকোনো রকমের চর্মরোগও
আবেদনকারী প্রার্থী এই পোস্টটির জন্য দশম শ্রেণীর পাশাপাশি সরকারি বিজ্ঞপ্তি পড়তে পারেন এমন যোগ্যতা থাকা জরুরি। ৫৬ বছরের কম প্রার্থীরাই এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদনকারী প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতেই এই পদ গুলি নির্বাচন করা হবে। "Indian Post" এর মাধ্যমে আবেদন করতে পারবেন এবং আবেদনপত্র ডাউনলোড করার পরই ম্যানেজার, মেইল মোটর সার্ভিস, জিপিও কম্পাউন্ড, আমেদাবাদ ৩৮০০০১ ঠিকানায় পাঠাতে হবে।
সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে স্বাগত জানিয়েছে koo (কু) প্ল্যাটফর্ম
মোট ৪৯ পদ খালি রয়েছে যা কচ্ছ সৌরাষ্ট্র অঞ্চল, মেইল মোটর সার্ভিস আমেদাবাদ অঞ্চলগুলিতে নিয়োগ হতে পারে। কোনো পরীক্ষা ছাড়াই আবেদনকারী প্রার্থীদের যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নিয়োগ হবে বলে জানিয়েছেন ইন্ডিয়ান পোস্ট অফিস অ্যাসোসিয়েশনের কর্তারা।