ঈশিতা সাহা: বছর আগে এক সাংবাদিকের ভিডিওতে ভাইরাল হয়ে রাতারাতি সেলিব্রিটির স্বাদ নিয়েছিলেন রানাঘাটের রানু মণ্ডল। ভিডিওতে শোনা যায় লতা মঙ্গেশকরের গাওয়া 'এক পেয়ার কা নাগমা হে' গানটি রানুদির গলায়। ভিক্ষাবৃত্তি করে রানাঘাট স্টেশনের বাইরে গান গেয়ে দিন গুজরান করতেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় তাঁর গানের ভিডিও ভাইরালের পর চোখের পলকে পাল্টে যায় রানু মন্ডলের জীবন।
এবার সেই রানু মন্ডলের জীবনবৃত্তি ফুটে উঠবে ছবির মধ্যে। নাম ঠিক হয়েছে-'মিস রানু মারিয়া'। ছবির পরিচালনা করবেন হৃষিকেশ মন্ডল। এই ছবিতে মুখ্য চরিত্রে অর্থাৎ রানুর ভূমিকায় দেখা মিলবে ঈশিকা দে। এর আগে 'লাল কাপ্তান' ও 'সেক্রেট গেমস'- এর মত ওয়েব সিরিজে দেখা গিয়েছে ঈশিকাকে। এছাড়াও পরিচালকের কথামতো একটি বিশেষ চরিত্রে দেখা মিলতে পারে হিমেশ রেশমিয়া কেও।
পরিচালক হৃষিকেশ মণ্ডল ছবিটি সম্পর্কে স্বল্প বিস্তারে জানিয়েছেন, প্রথম জীবনে রানু মন্ডলের গান গেয়ে খ্যাতি লাভ তারপর ধীরে ধীরে দারিদ্রতার গ্রাস। রানু মন্ডলের জীবনের পুরনো সমস্ত গল্প তুলে ধরা হবে এই বায়োপিকে। জানা যাচ্ছে, চলতি বছরে নভেম্বর মাসে থেকেই শুটিং শুরু হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগামী বছর মার্চ মাসেই মুক্তি পেতে চলছে রানু মন্ডলের প্রথম হিন্দিভাষী বায়োপিক সিনেমা 'মিস রানু মারিয়া'।