দুরন্ত বেগে আপ ইস্টকোস্ট এক্সপ্রেসের সঙ্গে ট্রলির ধাক্কা! অল্পের জন্য প্রাণে বাঁচলেন রেলকর্মীরা

 

Push-the-trolley-with-the-East-Coast-Express-at-high-speed-The-railway-workers-survived-for-a-short-time

ঈশিতা সাহা: মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা পেল ইস্ট কোস্ট এক্সপ্রেস। অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন রেলকর্মীরা। ঘটনাটি মঙ্গলবার সাঁতরাগাছি রেলস্টেশনের।

সব ধরনের ক্রিকেট জগৎ থেকে বিদায় জানালেন শ্রীলংকার কিংবদন্তি মালিঙ্গা

জানা গিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা নাগাদ প্রবল বর্ষণের মধ্যে সাঁতরাগাছি কারশেড থেকে কিছু মালপত্র নিয়ে একটি ব্যাটারি চালিত ট্রলি রেললাইন পার হচ্ছিল। চলতি পথেই আপ লাইন ট্রাকের ওপর খারাপ হয়ে যায় সেটি। সারানোর চেষ্টা করেও ব্যর্থ হন রেলকর্মীরা। এমন সময় ওই ট্রাকেই দ্রুত গতিতে চলে আসে আপ ইস্টকোস্ট এক্সপ্রেস। ট্রেনটিকে আসতে দেখে রেলকর্মীরা নিজের প্রাণ বাঁচাতে ট্রলি থেকে ঝাঁপ দেন রেললাইনে। এরপরই প্রচন্ড শব্দে ট্রলিটিকে  ধাক্কা মারে ইঞ্জিন। ধাক্কার ফলে ইঞ্জিনে আটকে যায় ট্রলিটি।

মাত্র দু মিনিটের টর্নেডোয় পাল্টে গেল বসিরহাট গ্রামের নকশা!

ঘটনার খবর পেয়ে, রেলের উদ্ধারকারী দল এসে গ্যাস কাটার দিয়ে ইঞ্জিন থেকে ট্রলিটিকে উদ্ধার করে। আবার নতুন করে ইঞ্জিন লাগানো হয় ট্রেনে। সব মিলিয়ে প্রায় ৩৫ মিনিট পর ফের যাত্রা শুরু করে ইস্টকোস্ট এক্সপ্রেস।

Post a Comment

Previous Post Next Post