পুজো এবার বাড়িতেই কাটান, নয়া নির্দেশিকায় বিষন্ন কলকাতা

Pujo-spent-this-time-at-home-saddened-by-the-new-guidelines


ঈশিতা সাহা: পূজোর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের নয়া নির্দেশিকায় বিষন্ন কলকাতাবাসী। দুদিন আগে প্রতিটি রাজ্যের মুখ্য সচিবদের কেন্দ্রীয় তরফ থেকে চিঠি পাঠানো হয়েছে। তাতে বলা আছে, করোনা সংক্রমনের হার যেসব জেলাতে ৫ শতাংশের ঊর্ধ্বে সেখানে কোন রকমের ভিড় বা জমায়েতের অনুমতি দেবে না রাজ্য সরকার।

গত বছরে কোভিড পরিস্থিতিতে প্রত্যেক রাজ্যেই ছোট-বড় পুজোর আয়োজন করা হয়েছিল। কিন্তু মণ্ডপে দর্শনার্থীদের প্রবেশের অনুমতি ছিল না। বর্তমান পরিস্থিতির পর আগামী তিন মাস জুড়ে পূজা-পার্বণ মরশুমে করোণার প্রভাব এক ধাক্কায় বাড়তে পারে বলে স্বাস্থ্যমন্ত্রীকের আশঙ্কা। তৃতীয় ঢেউ রুখতেই কেন্দ্রীয় সরকারের এই বিধি-নিষেধ। পশ্চিমবঙ্গ রাজ্যে মূলত কলকাতাতেই সংক্রমণের হার ৫-১০ শতাংশের মধ্যে। এ বিষয়ে স্বাস্থ্য কর্তাদের আবেদন, আগামী তিন মাসে রাজ্যে নতুন করোনায় তৃতীয় ঢেউ আঁছড়ে না পরে, সেজন্যেই এবার বাড়ি থেকেই পুজোর আনন্দ করুন। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানিয়েছেন, দেশে করোণা সংক্রমণের হার যতটা কমার কথা ছিল, সেই গতিতে কমছে না। বর্তমানে কেরালা ও মহারাষ্ট্রের অবস্থা শোচনীয়। পাশাপাশি কলকাতার পরিস্থিতিও চিন্তার বিষয়। ফলে সব দিক নজরে রেখেই জনসমাগম থেকে বিরত রাখার নির্দেশ রাজ্যেকে ।

তবে  রাজ্যের যে সমস্ত জায়গায় করোনা সংক্রমনের হার ৫ শতাংশের নিচে সেখানে প্রশাসনিক অনুমতি নিয়ে জনসমাগম করা যেতে পারে। তবে সে ক্ষেত্রে সাধারণ নিয়মাবলী অর্থাৎ প্রত্যেকের মুখে মাক্স, সাধারণ দূরত্বটুকু বজায় রাখতে হবে। প্রত্যেকটি মন্ডপে স্যানিটাইজেশন মেশিনের ব্যবস্থা থাকা আবশ্যক।

Post a Comment

Previous Post Next Post