৭১ তম জন্মদিনে ৭১ হাজার প্রদীপ জ্বালিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিবস পালিত হল

Prime-Minister-Narendra-Modi-celebrates-his-71-st-birthday-by-lighting-71,000-lamps-a-20-day-BJP-function


ঈশিতা সাহা: আজ শুক্রবার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭১ তম জন্মদিবস। সেই উপলক্ষেই  তড়িঘড়ি আয়োজন বিজিপির তরফে। বানারসি, গুজরাট সহ গোটা দেশে পালিত হবে প্রধানমন্ত্রীর জন্ম দিবস। দেশজুড়ে ২০ দিনব্যাপী অনুষ্ঠান কর্মসূচি পালন করতে চলেছে বিজেপি, এমনটাই কিছুদিন আগে ঘোষণা করেছিলেন দিলীপ ঘোষ।এছাড়া এই বিশেষ দিন উপলক্ষে একাধিক কর্মসূচি পালনের কথাও বলেন বিজেপি সদস্যরা।

অজানা জ্বরে আক্রান্ত শিশুরা ঠাই পাছে ওয়ার্ডের মেঝেতে!

'সে বাহি সমর্পণ'শীর্ষক এই কর্মসূচিতে গঙ্গা সাফাই অভিযান থেকে শুরু করে স্বচ্ছতা অভিযান, রক্তদান শিবির, বৃক্ষরোপণ , করোনা টিকাকরণের মতো একাধিক কর্মসূচি পালন করা হবে। এই সমস্ত কর্মসূচির ভিত্তিতে গতকাল বিকেলে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর এবং কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মণ্ডব্য-মূলত হিমাচল প্রদেশের পাহাড়ি দুর্গম এলাকার জন্যে ১৫টি ভ্রাম্যমান অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করলেন। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর জন্মদিন থেকেই কাজ শুরু করবে ওই এম্বুলেন্সগুলো। পাশাপাশি এদিনে 'ধন্যবাদ মোদীজী' লেখা  ১৪ কোটি রেশন ব্যাগ বিলি করবেন বিজেপি সদস্যরা। বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আজ দেশে দু কোটি মানুষের করোনা টিকা দেওয়ার  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রীর জয়লাভ এবং তাঁর সুস্থতা কামনায় হোম যজ্ঞে শামিল মহিলা তৃণমূল কর্মীরা

২০ দিন ব্যাপী পালিত এই অনুষ্ঠান কর্মসূচির নাম দেওয়া হয়েছে সেবা এবং সমর্পণ অভিযান। আজ শুক্রবার বিকেলে সর্বভারতীয় দলের সভাপতি জে পি নাড্ডা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে চলেছেন। জন্মদিন উপলক্ষে আজ বারাণসীর কাশিতে ভারতমাতা মন্দিরের সামনে ৭১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ৭১ হাজার মাটির প্রদীপ জ্বালানো হবে। সবমিলিয়ে ঘটা করেই আজ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন করা হবে।

Post a Comment

Previous Post Next Post