রিয়া গিরি : করোনা ভাইরাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রশাসনের তরফ থেকে সবসময় মাক্স পরার অনুরোধ করা হচ্ছে। তাতে অনেকে মানছেন আবার অনেকে কোন ভ্রুক্ষেপ না করে এড়িয়ে যাচ্ছেন। বর্ধমানের কার্জন গেট এলাকায় করোনা সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো।কার্জন গেট এর সামনে হেলমেট ও মাক্স পরা পথচারীদের হাতে পোস্ত তুলে দিলো পূর্ব বর্ধমানের পাল্লারোড এর পল্লী মঙ্গল সমিতি। ফলস্বরূপ সাধারণ মানুষদের মধ্যে সচেতনতা অনেকটা বাড়তে দেখা দিল।
গাইঘাটায় সাপের কামড়ে মৃত্যু হল ২৪ বছর যুবকের
কার্জন গেট এর সামনে যেসকল পথচারীরা হেলমেট এবং মাক্স পরে যাতায়াত করছেন তাদের পল্লী মঙ্গল সমিতি ৫০ গ্রামের বস্তুর প্যাকেট তুলে দিয়ে অভিবাদন জানাল।এই উদ্যোগে রীতিমত খুশি বাইক চালক এবং মাক্স পরিহিত পথচারীরা। এই অভিনব উদ্যোগ কে হাসিমুখে গ্রহণ করলো বাইক আরোহী থেকে পথচারীরা।
বড় খবর! আমেরিকা সফরে প্রধানমন্ত্রী, প্রথমবার মুখোমুখি মোদি-বাইডেন
পল্লীমঙ্গল সমিতির সম্পাদক সন্দীপন সরকার বলেন,বাইক আরোহীরা যাতে আরও বেশি সচেতন হোন এবং প্রত্যেকে বাইক চালানোর সময় হেলমেট এর সঙ্গে মাক্স ব্যবহার করেন তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিনামূল্যে পোস্ত পেয়ে খুশি বাইক আরোহীরা।