ঈশিতা সাহা : বন্যার রেস কাটিয়ে উঠতে পারেনি এখনো কলকাতা। তারই মধ্যে বঙ্গোপসাগরের বুকে ঘনিয়ে আসছে নিম্নচাপ। শনিবার উত্তরপূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হবে এই নিম্নচাপ। মৌসুমী অক্ষরেখা দক্ষিণ-পূর্ব ঝাড়খন্ড থেকে বালাসোর হয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
পার্টি অফিস উচ্ছেদ করতে রেল পুলিশকে বাধা তৃণমূলের
যার ফলে আজ দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বর্তমানে নিম্নচাপের অবস্থান দক্ষিণ-পূর্ব ঝাড়খন্ড ও আশেপাশের এলাকায়। সে ক্ষেত্রে আজ পশ্চিমাঞ্চলে অর্থাৎ ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। এরপর ২৪ তারিখ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় এক নতুন নিম্নচাপের আশঙ্কা দেখা দেবে। ৪৮ ঘণ্টার মধ্যে ওই নিম্নচাপ উত্তর-পশ্চিম দিক থেকে এগিয়ে উড়িষ্যায় প্রভাব ফেলবে। এই কারণে ২৫ তারিখ দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। তবে ঝড়-বৃষ্টির প্রকোপ বেশি বাড়বে ২৬ ও ২৭ তারিখ। ভারী বৃষ্টির হলুদ সংকেত দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে।
ভ্যাকসিনের টোকেন বিলি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে
ইতিমধ্যে আবহাওয়া দপ্তর থেকে সর্তকতা জারি করা হয়েছে মৎস্যজীবীদের জন্য। উল্লেখিত আগামী দিনগুলিতে কোন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। এবং যারা বেরিয়ে পড়েছেন তাদের শুক্রবার বিকালের মধ্যে ফিরে আসার নির্দেশ দিয়েছে আবহাওয়া দপ্তর।