পাক জঙ্গির মুখেই পাকিস্তান সন্ত্রাসী চক্রান্তের ফাঁস!

Pakistan-terrorist-conspiracy-leaked-in-the-face-of-Pak-militants

ঈশিতা সাহা : জঙ্গি দমনের ইতিহাসে কাশ্মীর সহ ভারতে এই প্রথম কোনও পাক জঙ্গীর মুখোমুখি ভারতীয় সংবাদ মাধ্যম। বুধবার সাংবাদিক বৈঠকে সামনে ১৯ বছরের ধৃত পাক জঙ্গি আলি বাবর পাত্রকে হাজির করলেন ভারতীয় সেনা। বিশেষজ্ঞদের দাবি, খোদ জঙ্গির মুখ থেকে পাক সীমান্ত সন্ত্রাসের তথ্য ফাঁস করার লক্ষ্যেই ভারতীয় সেনার এই চেষ্টা। তবে এর আগে সরাসরি জঙ্গিকে সংবাদমাধ্যমের সামনে বসিয়ে তথ্য ফাঁস করা হয়নি। এর কারণ মূলত এদিনের সাংবাদিক বৈঠকে ভারতের পাশাপাশি উপস্থিত ছিলেন বিদেশের কয়েকটি সংবাদ সংস্থাও।

মঙ্গলবার জম্মু-কাশ্মীরের উড়ি সেক্টরে পাক অনুপ্রবেশ ঘটনার পরই ৬ জন পাক জঙ্গিকে গ্রেফতার করা হয়। যাদের মধ্যে ১৯ বছর বয়সী ধৃত পাক জঙ্গী আলি বাবর পাত্র ভারতীয় সেনার কাছে স্বীকার করেছে, যে সে পাক জঙ্গী সংগঠন লস্কর- ই-তৈবার এর সঙ্গে কাজ করত। এদিনের সংবাদমাধ্যমকে সে বলে,"লস্কর- ই-তৈবা আমাকে কুড়ি হাজার টাকা দিয়েছিল ভারতে নাশকতা করার জন্য। আমার পরিবারকে দেওয়া হয়েছিল ৩০ হাজার টাকা। আমাকে বলা হয়েছিল, কাশ্মীরের রক্তগঙ্গা বইছে। ভারতীয় সেনা সবাইকে খুন করছে। কিন্তু আমি দেখছি সব ভুল। আমাদের ভুল বোঝানো হয়েছে। বরং ভারতীয় সেনা আমাদের ওপর কোন অত্যাচার করেনি। আমাকে মায়ের সঙ্গে কথা বলতে দিয়েছে। আমি মাকে বলেছি, আমি ভালো আছি।"

বাবার মৃত্যুর পর সংসার চালাতে চাকরির খোঁজে পথে নামতে হয় বাবরকে। পাক সীমান্তে হয়তো এরকমই কর্মখোঁজ যুবকদের নিশানা করা হয়। প্রথমে  ভারত দেশ ও সেনাবাহিনী  সম্পর্কে উস্কানি দিয়ে কম বয়সী যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে তারপর তাদের জঙ্গি ডেরায় প্রশিক্ষণ দেওয়াই কাজ। ওইদিন একথা কবুল করে ওই ধৃত জঙ্গি। সে বলে,"আমাকে পাকিস্তানি সেনার চাকরি টোপ দেখিয়ে জঙ্গিদের প্রশিক্ষণ দিয়েছে লস্কর ও আইএসআই। আমাদের প্রশিক্ষণ দিতেন পাকসেনার এক অবসরপ্রাপ্ত আধিকারিক। সবকিছুই শেখানো হয়েছিল।"এদিনের বৈঠকে ওই জঙ্গির মদতে পাক সন্ত্রাস সেনার চক্রান্ত ফাঁস করল ভারতীয় সেনা বাহিনী।


Post a Comment

Previous Post Next Post