রিয়া গিরি: টিকা গ্রহণে অনেকেরই কোন ভ্রুক্ষেপ মিলছে না। তাই তামিলনাড়ুর নীলগিরি জেলার প্রশাসন সিদ্ধান্ত নিলেন মদ কিনতে গেলে সঙ্গে টিকা নেওয়ার সাটিফিকেট রাখতে হবে। নীলগিরির প্রায় ৯৭%মানুষ ইতিমধ্যে ভ্যাকসিন নিয়ে ফেলেছেন কিন্তু বাকি যারা টিকা নিতে চাচ্ছেন না তাদের অধিকাংশই মাদকাসক্ত ব্যক্তি।
মাদক আসক্ত ব্যক্তিরা টিকা নিতে চাইছেন না বলে নীলগিরি প্রশাসন মদ কিনতে গেলে দুটি টিকা নেওয়া বাধ্যতামূলক নিয়ম চালু করেছেন। জেলার কালেক্টর জে ইনোসেন্ট দিব্বা জানিয়েছেন সাধারণের মনে একটি ভুল ধারণা তৈরি হয়েছে যারা মাদকাসক্ত তারা বলছেন যেহেতু তারা অ্যালকোহল সেবন করেন তাই তাদের টিকা নেওয়ার প্রয়োজন নেই। তাই মদ কিনতে গেলে টিকাকরণের সার্টিফিকেট সঙ্গে থাকতে হবে। শুধু তাই নয় যাদের ভ্যাক্সিনেশন সম্পন্ন হয়েছে অর্থাৎ যারা দুটি ডোজ নিয়েছেন একমাত্র তারাই মদ কিনতে আসতে পারবেন।
চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, ধৃত অভিযুক্ত
মদের দোকানের সামনে লাইন দিতে চাইলে ভ্যাকসিনেশন সার্টিফিকেট থাকা অবশ্যই। রাজ্যের প্রশাসন১০০% মানুষকে টিকা দিতে চায় তাই সেই উদ্দেশ্যেই কড়া পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে বাড়ি বাড়ি গিয়ে টিকা প্রদানের কাজ শুরু হয়ে গেছে।