রিয়া গিরি : আফগানিস্তানে মৃত্যু হতে চলেছে প্রায় ১০ লক্ষ আফগান শিশুর। আগাম সর্তকতা জারি করল ইউনিসেফ। আফগানিস্তানের সংকটময় পরিস্থিতিতে বিভিন্ন সংস্থা আগে থেকেই সতর্ক বার্তা দিয়েছিল।এবার রাষ্ট্রসঙ্ঘের শিশু তহবিল ইউনিসেফ এর পক্ষ থেকে জানানো হলো আফগানিস্তানের পরিস্থিতিতে ক্ষতি হতে পারে আফগানিস্তানে শিশুদের। শিশুরা চরম পুষ্টিহীনতায় ভুগতে পারে এবং তাদের মৃত্যু হতে পারে।
সোমবার এক বৈঠকে রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন দেশের প্রতিনিধিত্বের দেওয়া সতর্ক বার্তা জানানো হয়েছে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি খুব সংকট জনক। ধীরে ধীরে শেষ হতে পারে আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি। হেনরিয়েটা ফোর বলেন আফগানিস্তানে প্রায় এক কোটি শিশু মানবিক সহায়তা পেয়ে থাকে।আফগান শিশুদের সাহায্যের কথা জানিয়ে আন্তর্জাতিক মহলে বিশ্বের ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
সোমবার মানবাধিকার ও নারী অধিকার ইস্যুতে তালিবানের যে অবস্থা তা বদলাতে আফগানিস্তানের ওপর আর্থিক সাহায্য দিতে অস্বীকার করেছে বিভিন্ন দেশ। কিন্তু এর প্রভাব পড়তে চলেছে আফগান শিশুদের ওপর তা সরাসরি জানিয়ে দেয় ইউনিসেফ।
রাষ্ট্রসঙ্ঘের তরফ থেকে এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য অতিরিক্ত ৬ কোটি ৪০ লাখ মার্কিন ডলারের মানবিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। যুদ্ধবিধ্বস্ত ও দরিদ্র দেশে কিভাবে কাজ করতে হয় তার আগেই অভিজ্ঞতা আছে ইউনিসেফের।হেনরিয়েটা ফোর বলেন চলতি বছরে প্রায় ছয় লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবার তাদের পুনরায় আস্তানা ফিরিয়ে দিতে উদ্যোগ নিয়েছে ইউনিসেফ।