কাগজের তৈরি এক ফুট উচ্চতার দুর্গা প্রতিমা

One-foot-high-Durga-idol-made-of-paper


সার্বভৌম সমাচার :  করোনার আবহে যেখানে স্কুল ছেড়ে স্মার্ট ফোনে পড়াশোনায় মেতেছে ক্ষুদে পড়ুয়ারা। সেখানে মাত্র বয়েস ১২'র পড়ুয়া কাগজের সাহায্যে এক ফুট উচ্চতার দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিয়েছে গোটা জলপাইগুড়িকে।

পার্টি অফিস উচ্ছেদ করতে রেল পুলিশকে বাধা তৃণমূলের

জলপাইগুড়ির সোনাউললা উচ্চ বিদ্যালয়েল সপ্তম শ্রেণীর ছাত্র আদিত্য সিং এর এই প্রতিমা বানাতে লেগেছে শুধুমাত্র কাগজ এছাড়া রঙ ও তুলি। আদিত্যের দাদু হরেন্দ্রনাথ বাবু জানান, "একেবারে ছোটো বেলা থেকেই আঁকার প্রতি ভালোবাসা আছে আদিত্যর। পরিবার থেকে বাঁধা দেয়নি সেই বিষয়ে। হঠাৎ একদিন আমাকে জানায় এই প্রতিমা বানানোর কথা। প্রায় দু'মাস ধরে তৈরি করে এই দুর্গা প্রতিমা। এরপর আদিত্যর মাটির মূতি করারও চিন্তা রয়েছে।"





Post a Comment

Previous Post Next Post