কোন চ্যানেলে, কখন দেখবেন ধোনি বনাম রোহিতের আইপিএল দৈরথ

On which channel, when will you watch Dhoni vs Rohit's IPL duo

শ্রমণ দে : বায়ো-বাবলে করোনা হানা দেওয়ায় মাঝপথেই স্থগিত রাখতে হয়েছিল আইপিএল ২০২১। এবার আমিরশাহিতে পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে তিনবারের খেতাব জয়ী চেন্নাই সুপার কিংসের ম্যাচ দিয়ে পুনরায় শুরু হচ্ছে স্থগিত হয়ে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।

বিরাট কোহলির উপর বিরক্ত কপিল দেব, অধিনায়কের এই বিষয়টা পছন্দ করেননি

আপাতত দেখে নেওয়া যাক সিএসকে বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার।

কবে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২১-এর ৩০তম ম্যাচ: ১৯ সেপ্টেম্বর, ২০২১ (রবিবার)।

কোথায় অনুষ্ঠিত হবে চেন্নাই সুপার কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ: দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম (দুবাই)।

৩ গোল খেয়ে যা বললেন বার্সেলোনা কোচ

কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু ম্যাচ। টস অনুষ্ঠিত হবে ৭টার সময়।

ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে আইপিএলের ম্যাচগুলি। হিন্দি ও ইংরাজি ছাড়াও ৬টি আঞ্চলিক ভাষাতে সরাসরি সম্প্রচারিত হবে আইপিএলের খেলা।

টি-২০ দলের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট কোহলি, এবার মনোনিবেশ করবেন ব্যাটিংয়ে

মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar (ভিআইপি ও প্রিমিয়াম)-এ দেখা যাবে অনলাইন স্ট্রিমিং।

ম‍্যাচ সংক্রান্ত বাকিসমস্ত আপডেট দেওয়া হবে সার্বভৌম সমাচার থেকে।

Post a Comment

Previous Post Next Post