বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে উপহার দিলেন এক টুকরো চাঁদ


On-his-wedding-anniversary-he-gave-his-wife-a-piece-of-the-moon

রিয়া গিরি : ৬ তম বিবাহ বার্ষিকী স্মরণীয় করতে স্ত্রীকে একটুকরো চাঁদ উপহার দিলেন খুলনার অসীম।নিজের বিবাহ বার্ষিকী স্মরণীয় করে রাখতে স্ত্রী ইসরাত টুম্পার হাতে চাঁদে কেনা জমির দলিল তুলে দিলেন স্বামী। পেশায় একটি বেসরকারি টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি অসীম। নিজের দাম্পত্য জীবনের স্মৃতি স্মরণীয় করে তুলতে স্ত্রীকে একটুকরো চাঁদ উপহার দেবেন বলে ঠিক করেছিলেন।

কাগজের তৈরি এক ফুট উচ্চতার দুর্গা প্রতিমা

সূত্রের খবর, টুম্পাদেবী পেশায় ডাক্তার। ২০১৫ সালে ২৩ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। দীর্ঘ ছয় বছরের দাম্পত্য বৈবাহিক জীবনে নিজের বিবাহ বার্ষিকী উপলক্ষ্যে স্ত্রীকে চাঁদের জমির দলিল দিলেন ওই ব্যক্তি।তিনি বলেন আমার দীর্ঘদিনের স্বপ্ন রয়েছে বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে স্পেশাল কিছু উপহার দেব তাই গত বছর জানতে পারলাম ভারতের এক ব্যক্তি বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি কিনে দিয়েছেন, এই ঘটনা জানতে পেরে আমি ঠিক করলাম বিবাহ বার্ষিকীতে স্ত্রীকে চাঁদের জমি কিনে দেব। তিনি বলেন গত ২০  সেপ্টেম্বর মার্কিন নাগরিক ডেনিস হোপের লুনার এম্বাসী থেকে ৪৫ ডলারের বিনিময়ে চাঁদের জমি কিনেছি।জমি কেনার পর আমাদের একটি বিক্রয় চুক্তিনামা কেনা জমির একটি স্যাটেলাইট ছবি এবং জমির ভৌগলিক অবস্থান ও মৌজা পড়ার মতো আইনী নোটিশ পাঠিয়েছে সংস্থাটি।

সানরাইজার্স হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করল দিল্লি ক্যাপিটালস

তারই দলিল নিজের স্ত্রী ইসরাত টুম্পার হাতে তুলে দিলেন অসীম।চাঁদের দেশে একটুকরো জমি উপহার পেয়ে তার স্ত্রী বলেন আমি খুবই খুশি হয়েছি আমার ইচ্ছা পূরণ হয়েছে। আমি সত্যিই এরকম সারপ্রাইজ পাবো বলে কখনো ভাবিনি। উপহারটি পাওয়ার পর আমার মনে হচ্ছিল আমি যেন স্বপ্নে চাঁদে চলে গেছি। লুনার এম্বাসির বাংলা অর্থ হল চন্দ্র দূতাবাস।  সেখান থেকেই চাঁদে জমি কিনেছেন এমডি অসীম। লুনার এম্বাসি অনুযায়ী চাঁদে জমির দাম প্রতি একর ২৪.৯৯ ডলার থেকে  ৪৯৯ মার্কিন ডলার যা বাংলাদেশী মুদ্রা তে প্রায় ৪২৪৩৭ টাকা। এই অভিনব গিফট পেয়ে অনেকেই ঠিক করেছেন নিজের প্রিয়জনকে এক টুকরো চাঁদ  উপহার দেবেন।

On-his-wedding-anniversary-he-gave-his-wife-a-piece-of-the-moon

On-his-wedding-anniversary-he-gave-his-wife-a-piece-of-the-moon

On-his-wedding-anniversary-he-gave-his-wife-a-piece-of-the-moon

On-his-wedding-anniversary-he-gave-his-wife-a-piece-of-the-moon


Post a Comment

Previous Post Next Post