ঈশিতা সাহা: মহানগরীতে দুর্গোৎসবের আনন্দ পেতে ছুটে আসে দূর-দূরান্ত থেকে লোক। কিন্তু মণ্ডপে পৌঁছানোর পূর্বেই ট্রাফিকের যানজটে বেজায় বিপাকে পড়তে হয় সাধারণ মানুষকে। এবার পুজোর সময় শহরকে যানজট মুক্ত করতে বিশেষ কয়েকটি পদক্ষেপ নিয়েছে কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভীর বহুল রাস্তাকে নো পার্কিং জোন বলে ঘোষণা করল কলকাতা পুলিশ প্রশাসন। টালিগঞ্জ সার্কুলার রোড, এস পি মুখার্জি রোড, শরৎ চ্যাটার্জি এভিনিউ, স্ট্যান্ড রোড, দেশপ্রাণ শাসমল রোড, লেক রোড, জনক রোড, ঝাউ তলা রোড সহ ১৫ টি গুরুত্বপূর্ণ জায়গায় গাড়ি পার্কিং করার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। প্রশাসনপক্ষ থেকে জানানো হয়েছে যে, রাস্তার ধারে অতিরিক্ত গাড়ি পার্কিং কারণে একদিকে যেমন যনজাট বাড়ছে, তেমনি সমানভাবে বাড়ছে ছিনতাই। একারণেই নো পার্কিং জোন এরসংখ্যা বাড়াতে বাধ্য হয়েছে পুলিশ। ইতিপূর্বে কলকাতায় মোট ৩০০ টি নো পার্কিং জোন ছিল।
প্রত্যেকবারই কলকাতা রাস্তায় অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে, একেকটি মণ্ডপে পৌঁছতেই সময় পেরিয়ে যায়। সেই কারণেই ১৫ টি আরও নো পার্কিং জোন সংখ্যা বাড়ানো হয়েছে। জানা গিয়েছে, পুজোর পড়ও ওইসব এলাকায় পার্কিং নিষিদ্ধ থাকবে।