মহানায়ককে নিয়েই নতুন ছবি 'অতি উত্তম'! পোস্টার শেয়ার করলেন সৃজিত

 

New-movie-with-uttamkumar-otiuttam-Srijit-shared-the-poster

ঈশিতা সাহা: ৩ সেপ্টেম্বর  উত্তম কুমারের জন্মদিনে একপ্রকার উপহার দিলেন পরিচালক সৃজিত মুখার্জি। সিনেমা জগতে ফের ফিরিয়ে আনলেন মহানায়ককে। সোশ্যাল মিডিয়ায় পোস্টার ছড়িয়ে জানিয়ে দিলেন সৃজিতের পরের ছবি 'অতি উত্তম'। শোনা গিয়েছে, দীর্ঘ ৪ বছরের গবেষণার পর মহানায়কের এই ছবি মুক্তি পেতে চলছে।

মহানায়কের জন্মদিনে নতুন ছবির ঘোষণায় সৃজিত জানিয়েছেন, চার বছর ধরে এই ছবি নিয়ে ভাবনা চিন্তা করছেন তিনি। দীর্ঘ গবেষণায় উত্তম কুমারের অভিনীত ৬২ ছবির ফ্রেম বাই ফ্রেম খুঁটিয়ে নির্যাস বার করেছেন। দীর্ঘদিনের পরিকল্পনায় একাধিকবার চিত্রনাট্যের বদলাতে হয়েছে বলে জানিয়েছেন তিনি। তবে ছবির ব্যাপারে পুরোপুরি খোলাসা করেননি সৃজিত। জানা গিয়েছে উত্তম কুমারের চরিত্রে থাকবে  উত্তম কুমারই! এই বিষয়টি সিনেমাপ্রেমীদের সবচেয়ে বেশী আপ্লুত করে রেখেছে। ৯০-এর দশকের সময় কালকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরার চেষ্টা করেছেন সৃজিত।

সোশ্যাল মিডিয়ায় সৃজিত যে পোস্টারটি শেয়ার করেছেন তাতে একপাশ জুড়ে মহানায়কের মনভরানো হাসি। আর সঙ্গে রয়েছে কিছু নয় মুখ। এদিকে অভিনয় করতে দেখা যাবে উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায়কেও। এছাড়া লাবনী সরকার, শুভাশিস মুখোপাধ্যায়, টেলিভিশন খ্যাত অভিনেত্রী রোশনি ভট্টাচার্য্য ও অনিন্দ্য সেনকেও একসঙ্গে দেখা মিলবে। সৃজিতের এই নয়া ভাবনা সাথে মহানায়কের সেই সময়কালের সন্ধি ইতিমধ্যে শোরগোল ছড়িয়ে দিয়েছে নেটিজেনদের মধ্যে। সৃজিত এও বলেন, এই ছবি হল তার 'ড্রিম প্রজেক্ট'।

Post a Comment

Previous Post Next Post