বেমানান শিশুসুলভ হাসিমুখে হরিণের শিং ধরে টানাটানি, জিহাদিদের কাণ্ডে হেসে খুন নেটিজেনরা

Netizens-kill-deer-horns-with-inappropriate-childish-smiles-laugh-at-jihadists


ঈশিতা সাহা: তালিবানদের আতঙ্কে গোটা আফগানবাসী ভীত। বন্দুক হাতে গোটা শহরে তাদের টহলদারি। সেই ছবি পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো আরেকটি ছবি। হাতে বন্দুকনয়, চিড়িয়াখানায় আইসক্রিম হাতে আনন্দে মেতেছে তালিবানরা। সঙ্গে রয়েছেন তালিবানের অভ্যন্তরীণ মন্ত্রকের সদস্য ৪০ বছরের আব্দুল কাদির।

সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে তালিবানদের চিড়িয়াখানায় বেড়াতে আসার বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে এক তালিবান কে হরিণের শিং ধরে টানাটানি করতে। অবশ্য তার মুখের শিশুসুলভ বেমানান হাসি দেখে হেসে একাকার অবস্থা নেটিজেনদের। এদিন এক সংবাদমাধ্যমকে কাদির  মুখে হাসি ফুটিয়ে বলেন, "আমার জন্তু-জানোয়ার দেখতে দারুন লাগে। বিশেষ করে আমাদের দেশে যা পাওয়া যায়। সবচেয়ে প্রিয় সিংহ।" 

মাথায় আফগান পাগড়ি ও গায়ের শাল জড়িয়ে তালিব যোদ্ধারা শুধু চিড়িয়াখানাই নয় ঘুরে বেরিয়েছেন পিকনিক স্পটগুলোতেও। সাধারণ নাগরিকদের মতই তুলছেন সেলফি। হাতে বন্দুক না থাকার উত্তরে তাঁরা জানান, 'বাচ্চা ও মহিলারা যাতে ভয় না পায় সেই কারণেই বন্ধুক সঙ্গে রাখিনি'।

Post a Comment

Previous Post Next Post