অম্লিতা দাস: তেলের ঝাঁঝে তেলের গুণমান নির্ধারণ করা বাঙালির তেলের দামের ঝাঁঝে এবার ওষ্ঠাগত। তাই শুধু এলপিজি না। ৯০০ টাকা পেরিয়ে যাওয়া এলপিজি গ্যাসের সাথে সাথেই পাল্লা দিয়েছে রান্নার তেলের দাম। রান্নার গ্যাস ও ভোজ্য তেলের দাম এই পাল্লা দিয়ে বাড়ার ফলেই সর্ষের তেলের জায়গায় চোখে সর্ষের ফুল দেখছেন মধ্যবিত্তরা।
বিরোধী দলনেতাকে চ্যালা কাঠ দিয়ে মারধোর করে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে
কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্ষের তেলের দাম এবার কেজি প্রতি ২০০ টাকারও অধিক। প্যাকেটজাত তেলের দাম দুশো আগেই পেরিয়ে গেছে। আপাতত তেলের দাম কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছেনা। গত কিছু সপ্তাহেই ক্রমশ বেড়েছে তেলের দাম। কেজি প্রতি ১৬০-১৭০এর চারিদিকের ঘোরাফেরা করেছে এর মূল্য। আবার কখনও কোনো অঞ্চলে তা ১৯০ ও ছাড়িয়েছে। কলকাতার বাইরে একাধিক জেলায় এই অবস্থা দেখার সাথে সাথেই গোটা দেশেই এই হাল লক্ষ করা যাচ্ছে।
পুজোর আগেই উপনির্বাচন সম্পূর্ণ করতে হবে, নির্দেশ নির্বাচন কমিশনের
বেড়েছে দাম সাথেই তার চাহিদা। ফলে রাস্তায় সর্ষের তেলের প্যাকেট লুট করার মত ঘটনাও চোখে পড়ছে। বিহারে গত মাসেই ৪০ লক্ষ টাকার সর্ষের তেলের বোতল ও প্যাকেট ভর্তি ট্রাক লুট হওয়ার খবর পাওয়া যায়। এমন সংকটে প্রায় প্রশ্নে উঠছে, কবে কমবে তেলের দাম? কেন্দ্রীয় খাদ্যসচিব সুধাংশু পান্ডের মতে, অপেক্ষার এখনও চার মাস। অর্থাৎ ডিসেম্বরে কমতে পারে তেলের দাম।