ঈশিতা সাহা : এক বোতল রক্ত কিনতে রোগীকে দিতে হচ্ছে ৩৫০০ টাকা। ঘটনাটি মুর্শিদাবাদের একটি বেসরকারি নার্সিংহোমে। অভিযোগ, শনিবার রাতে এক রোগীর পরিবারের কাছে সাড়ে তিন হাজার টাকা নেওয়া হয়েছে এক বোতল রক্তের পরিবর্তে। অবশেষে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করলে নার্সিংহোমের মালিক টাকাটা ফিরিয়ে দেন।
অজানা জ্বরে আক্রান্ত শিশুরা ঠাই পাছে ওয়ার্ডের মেঝেতে!
স্বেচ্ছাসেবী সংগঠনের এক সদস্য জানান, মুর্শিদাবাদ জেলার ওই নার্সিংহোমে এরকম ঘটনা আগেও বেশ কয়েকবার হয়েছে। তখনো নার্সিংহোম কর্তৃপক্ষ রা তাদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ছিলেন। কিন্তু শনিবার রাতে ফের একই ঘটনা শোনা গেল। অবশ্য এবার তাদের শেষ সুযোগ দেওয়া হয়েছে।
সাড়ে চার বছরে ৪.৫ লক্ষ যুবকদের সরকারি চাকরি দেওয়া হয়েছে : যোগী
অভিযোগকারী পরিবারের সদস্যদের থেকে জানা যায়, স্ত্রীর প্রসব যন্ত্রণা উঠলে রাজিকুল শেখ নামে একজন ব্যক্তি তার স্ত্রীকে ওই নার্সিংহোমে ভর্তি করান। তখনই নার্সিংহোম কর্তৃপক্ষ থেকে বলা হয় রোগীর রক্তের প্রয়োজন। তারজন্যে A পজেটিভ রক্ত লাগবে। কিন্তু পরিবারের কারো এই গ্রুপের রক্ত ছিল না। এরপর নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, সাড়ে তিন হাজার টাকা দিলে মিলবে ওই গ্রুপের রক্ত। তৎক্ষণাৎ পরিস্থিতির চাপে রাজিকুল সেই টাকাটা দেয়।
বিরাট কোহলির উপর বিরক্ত কপিল দেব, অধিনায়কের এই বিষয়টা পছন্দ করেননি
অবশেষে স্বেচ্ছাসেবী সংগঠনের মধ্যে বিষয়টি জানাজানি হয়। সংগঠনের সদস্যরা নার্সিংহোমে আসেন এবং বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। শেষে অবশ্য নার্সিংহোম এর মালিক ক্ষমা চেয়ে নেন।