শ্রমণ দে : লর্ডস টেস্টে পঞ্চম দিনে মাত্র ষাট ওভারে টেস্ট ম্যাচ জিতে প্রশংসিত হলেও তৃতীয় টেস্ট, অর্থাৎ হেডিংলি তে চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ২৭৮ রানে গুটিয়ে যায় ভারত এবং এক ইনিংস ও ৭৬ রানে জেতে জো রুটের ইংল্যান্ড।
এই লজ্জাজনক হারের পর প্রশ্ন উঠছে টপ অর্ডার ব্যাটসম্যানদের উপর। লোকেশ রাহুল দুই ইনিংসেই রান করতে ব্যর্থ হলেও দ্বিতীয় টেস্টে অসাধারন শতরান করেছেন। রোহিত শর্মাও খুব বড় কোন ইনিংস না খেললেও তার উপস্থিতি প্রতিটি মুহুর্তে জানান দিচ্ছেন। পুজারার ফর্ম নিয়ে বিগত সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছে দ্বিতীয় ইনিংসে তার ৯১রানের লড়াকু ইনিংস।
প্রশ্ন আপাতত অজিঙ্ক্য রাহানে, কোহলি ও পন্তের ব্যাটিং নিয়ে। কোহলির ব্যাটে সেঞ্চুরি নেই ২০১৯ থেকে। রাহানে অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্ন টেস্টে শতরান করার পর থেকে পুরোপুরি অধারাবাহিক। আর পন্তও বড়ো ইনিংস খেলতে ব্যর্থ।
আগামীকাল থেকে শুরু চতুর্থ টেস্ট। ভেন্যু হল দ্য ওভাল। বিরাট কোহলিদের একটা বড়ো সুযোগ রয়েছে কামব্যাক করবার এবং সেক্ষেত্রে অনেকেই মনে করছেন দলে পরিবর্তন আসতে পারে। অজিঙ্ক্য রাহানের জায়গায় মিডল অর্ডারে সুযোগ পেতে পারেন হনুমা বিহারী, সূর্যকুমার যাদব অথবা বাংলার অভিমন্যু ঈশ্বরন।
স্পিন বোলিংয়ের ক্ষেত্রে ক্রিকেট ফ্যানদের দাবি রবিচন্দ্রন অশ্বিনকে সুযোগ দেওয়ার। অনেকেই মনে করছেন অশ্বিনের মতো একজন বিশ্বমানের অলরাউন্ডারকে বসিয়ে রাখাটা একদমই উচিত হচ্ছে না টিম ম্যানেজমেন্টের।
তাছাড়া অতিরিক্ত ব্যাটিংয়ের ক্ষেত্রে ইশান্ত শর্মার জায়গায় শার্দুল ঠাকুরের সুযোগ মিলতে পারে। বোলিং ছাড়াও আক্রমণাত্মক ব্যাটিংয়ে সিদ্ধহস্ত এই মারাঠি ক্রিকেটার।