মোবাইলের মাধ্যমেই ব্যাংকের থেকে টাকা হচ্ছে উধাও, সতর্কতা কেন্দ্রের




অম্লিতা দাস: নিউ নরমালের দুনিয়ায় ক্রমশ আমরা আমাদের মোবাইলের ওপর নির্ভরশীল হয়ে পড়ছি। বাড়ছে মোবাইল ব্যাংকিং -এরও ব্যবহার। পাল্লা দিয়ে বাড়ছে হ্যাকারের সংখ্যা। তাই এবার এক নতুন অ্যান্ড্রয়েড ম্যালওয়্যার নিয়ে সচেতনতা জানালেন কেন্দ্রীয় সরকারের অধীনে ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম। ম্যালওয়্যার রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ দেশের প্রায় ২৭টি ব্যাংকের তথ্য হ্যাক করতে সক্ষম।

        হ্যাকরারা নানাভাবে অ্যান্ড্রয়েড ফোনগুলিতে দ্রিনিক ইনস্টল করার জন্য গ্রাহকদের বাধ্য করে। একাধিক প্রলোভনে ফেলে গ্রাহকদের। আর তার পরেই ফোন থেকে ব্যাংকের যাবতীয় তথ্য হাতিয়ে নিচ্ছে বেশ সহজেই। একের পর এক অভিযোগের দরুন তদন্তে সিইআরটি পেয়েছে বেশ কিছু তথ্য। তাঁরা জানতে পারেন এই হ্যাকাররা গ্রাহকদের সাথে আয়কর দপ্তরের কর্মীর পরিচয় নিয়ে কথা বলছে। গ্রাহক আয়কর দপ্তর থেকে টাকা ফেরত পাবে আর তা জানিয়েই এসএমএস পৌঁছেছে গ্রাহকদের ফোনে। ফোনে পাঠানো মেসেজের লিঙ্ক খুলতেই আয়কর দপ্তরের ওয়েবসাইটের মতোই একই এক ওয়েবসাইট খুলে যাচ্ছে যাতে প্যান, আধার মোবাইল নং সহ একাধিক তথ্য নেওয়া হচ্ছে।আয়কর দপ্তর থেকে টাকা ফেরত পেতে অনলাইনে ফর্মও পূরণ করতে হচ্ছে যাতে ব্যাংকের আইএফএসসি ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর, ডেবিট কার্ড, সিভিভি,পিন ও চাওয়া হচ্ছে।

         শুধুই আয়কর দপ্তর রূপে নয়, নানান ব্যাংকের পরিচয় দিয়েও মেসেজ এসে যাবতীয় তথ্য নেওয়া হচ্ছে। সতর্কতা ছাড়া এর থেকে মুক্তির উপায় এখনও ধোঁয়াশা।

Post a Comment

Previous Post Next Post