একটি গাছ ফিরিয়ে আনতে পারে অর্থভাগ্য! জেনে নিন যত্ন পদ্ধতি...

Money-can-bring-back-a-tree-Learn-how-to-care

ঈশিতা সাহা : মানিপ্লান্ট গাছের নাম প্রায় সকলেরই শোনা। নামের মধ্যেই যেন অর্থ আগমনের সংকেত রয়েছে। পাতা বাহারি প্রজাতির এই গাছ অনেকের বাড়িতেই রয়েছে। তবে গাছের যা গুনাগুন তা বৃদ্ধি পায় যত্ন পদ্ধতির উপর।

বাবুলের সঙ্গে একই পথে হাঁটলেন সুনীল মণ্ডল! 

আমাদের সকলেরই আর্থিক টানাপড়া লেগে থাকে। আর একটি গাছ যদি বিন্দুমাত্র তাতে সহায়তা করে তবে ক্ষতি কি! সকলেই জানি, বাড়িতে মানিপ্লান্ট লাগানো শুভ। কারণ এতে অর্থ ভাগ্য ফিরে আসে। সংসারে উন্নতি এমনকি ব্যবসার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলে। তবে কিছু নিয়ম মেনে রাখলে অবশ্যই তার ফলাফল চোখে পড়ার মতো। এবারে জানুন তার সঠিক পদ্ধতি গুলি-

অজানা জ্বরে আক্রান্ত শিশুরা ঠাই পাছে ওয়ার্ডের মেঝেতে!

১) মানিপ্লান্ট কখনোই মাটিতে সরাসরি বুনতে নেই। অবশ্যই কোন টবে বসাতে হবে।

২) এই গাছ ঘরের কোণে রাখার থেকে ওপরে ঝুলিয়ে রাখলে বেশি লাভবান হওয়া সম্ভব।

৩) বাড়ির দক্ষিণ পূর্ব দিকে মানিপ্লান্ট রাখলে সম্পর্কের উন্নতি হয়।

৪) সব সময় রোদ পড়ে এমন জায়গায় মানিপ্লান্ট রাখা যাবে না।

এবার তৃণমূলে বিজেপির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়

৫) যদি কখনো এই গাছের পাতা হলদে হয়ে আসে তখন সাথে সাথে ওই পাতা গুলো ছিড়ে ফেলতে হবে।

৬) বেশি পরিমাণে জল ঢাললে গোড়া নরম হয়ে গাছটি মরে যেতে পারে। সে কারণেই স্প্রে বোতল দিয়ে বা হাতে জলের ছিটে দিয়ে গাছটির যত্ন নিতে হবে।

৭) মানিপ্লান্ট গাছটি যদি কোন নীল রঙের পাত্র বা টবে রাখা যায় তবে বেশি ভালো।

এখন যেকোন বাড়িতে এই গাছ পাওয়া সম্ভব। নিজের বাড়িতে সঠিক পদ্ধতিতে এই গাছটি লাগিয়ে আপনিও নিজের পরিবারে সুখ স্বাচ্ছন্দতা ফিরিয়ে আনতে পারেন।


Post a Comment

Previous Post Next Post