ঈশিতা সাহা : মাত্র আটটি লটারির টিকিট কেটে কোটি টাকার প্রথম পুরষ্কার জিতে নেন দেগঙ্গার কলসুর এলাকার বাসিন্দা দীপক পাইন। ভাগ্যে ভাগ্য ফেরায়! মালিকের জন্যই চা আনতে গিয়েছিলেন যুবক। কিন্তু পকেটে ছিলনা খুচরো। নোট ভাঙ্গাতে পাশের দোকানে কেটে বসলেন লটারির টিকিট। তাতেই নাম উঠল প্রথম পুরস্কারে।
পুজোর বোনাস পেতেই চিন্তার ভাঁজ কমলো চা-শ্রমিকদের
দেগঙ্গার দিনমজুর দীপক পাইন জানান, মঙ্গলবার মালিকের জন্য চা আনতে দোকানে গিয়েছিলাম। কিন্তু খুচরো না থাকার কারণে পাশের দোকান থেকে আটটি লটারি টিকিট কেটে নি। এরপর রাতে ওই লটারি দোকান থেকে খবর পেয়েছি প্রথম পুরস্কারের। এতদিন ধরে কাগজের ছাউনি দেওয়া বাড়িতেই স্ত্রী ও পুত্র সমেত থাকতেন দীপকবাবু। এবারে লটারি টাকা দিয়ে পাকা বাড়ি পাশাপাশি তার ছেলের ভবিষ্যৎ গড়াই এখন মূল লক্ষ্য। ইচ্ছা আছে বাড়ির ছাদে একটি শিবমন্দিরের। আর বাকি টাকা দিয়ে সপরিবারে আনন্দের সহিত জীবন কাটাতে চান।
ডুয়ার্সের পথে সাত দিনই চলবে ভিস্তাডোম কোচ
মঙ্গলবার খবর পেয়ে দীপকবাবু বুধবার দেগঙ্গার থানায় যোগাযোগ করেন। কিভাবে লটারি টাকাটা একাউন্টে পাবেন সে বিষয়ে আবেদনও জানিয়েছেন।