ঈশিতা সাহা: আজ শুক্রবার, ভবানীপুরের উপনির্বাচনে প্রার্থী হিসেবে আলিপুরে মনোয়নপত্র জমা দিতে যাবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তৃণমূল সূত্রে খবর, বেলা ১২ টা থেকে ১ টা নাগাদ মনোয়নপত্র পেশ করবেন তিনি। বুধবার তৃণমূল কর্মী সভায় চেতলায় অহীন্দ্র মঞ্চে তিনি নিজেই এদিনের ঘোষণাটি করেছিলেন। তবে করোনা বিধি মেনে বেশী ভিড় যাতে না হয় ,সেজন্যে প্রয়োজনীয় লোক ছাড়া আর কেউ থাকবে না সেখানে।
করোনার গাইডলাইন পেশ করে, ভাবানিপুর কেন্দ্রে এবারে মমতার চিফ এজেন্ট বৈশ্বানর চট্টোপাধ্যায় জানিয়েছেন, আজ বেলা ১২ টা নাগাদ থেকে মনোনয়নপত্র জমা নেওয়া শুরু হবে। দলনেত্রীর কালীঘাটের বাড়ি থেকে আলিপুরের দূরত্ব খুব বেশি নয়। বেলা ১টার মধ্যে তিনি মনোয়নপত্র পেশ করবেন।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত বিজেপির দলীয় প্রার্থীর নাম ঘোষনা করা হয়নি। কংগ্রেস হাইকমান্ড অনুযায়ী, তারা কোনো প্রার্থী দেবে না। দলীয় সূত্রে খবর, ইতিমধ্যে ভবানীপুরের সম্ভাব্য প্রার্থী হিসেবে তিনটি নাম সর্বভারতীয় দলের নেতৃত্তের কাছে পাঠিয়ে দিয়েছে রাজ্য নেতৃত্ব। তবে বিজেপি সাংসদীয় বোর্ডের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার পরই প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানা গেছে।
অবশ্য প্রার্থীর নাম ঘোষণা করার ক্ষেত্রে পিছিয়ে পড়ার কথা মানতে চাননি বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে বামফ্রন্টের প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছে সিপিএম।