রিয়া গিরি : কোন বানেগা ক্রোড়পতির মঞ্চে বাংলার সংসদ মহুয়া মৈত্র কে নিয়ে প্রশ্ন করায় বিগবি কে ধন্যবাদ জানিয়েছেন মহুয়া। ভারতবর্ষের জনপ্রিয় এই শো তে মহুয়া মৈত্র কে নিয়ে একটি প্রশ্ন করেন অমিতাভ বচ্চন। আর তাতেই মহুয়ার নাম উঠে আসে এবং এই জনপ্রিয় সংসদকে চিনতে খুব বেশি সময় নেননি কেবিসি'র অন্যতম প্রতিযোগী কল্পনা দত্ত।
বাতিল ভারতের ম্যাঞ্চেস্টার টেস্ট! বেনজির দুঃসংবাদে তোলপাড় ক্রিকেট
মহারাষ্ট্রের থানের বাসিন্দা কল্পনা দত্ত খেলতে আসেন কন বানেগা ক্রোড়পতি মঞ্চে। সেখানে অমিতাভ বচ্চন কল্পনাকে ১০ হাজার টাকার ওপর একটি প্রশ্ন করেন। যার উত্তরে চারটি অপশন দেওয়া হয়, মহুয়া মৈত্র, সুজাতা মন্ডল, শতাব্দী রায় ও সংঘমিত্রা ব্যানার্জী। কয়েক সেকেন্ডের মধ্যেই কল্পনা মহুয়া মৈত্রকেই প্রশ্নের সঠিক উত্তর হিসাবে বেছে দেন।
মহারাষ্ট্রে থান অঞ্চলের বাসিন্দা কল্পনা মহুয়াকে তার স্পষ্ট বক্তা এবং রাজনৈতিক জগতে রিচয়ে চিনে উঠতে সময় নেয় মাত্র কয়েক সেকেন্ড। আর তাতেই বেজায় খুশি মহুয়া। তিনি তার ভাষণের এবং স্পর্শ তার জন্য অনেক প্রশংসা পেয়েছেন। আর নিজেকে কেবিসির মঞ্চে দেখে খুব খুশি হয়েছেন তিনি। ধন্যবাদ জানিয়েছেন বিগ বিকে।