ঈশিতা সাহা: এখনই চলছে না লোকাল ট্রেন। ফের বিধিনিষেধের সময়সীমা বাড়ানো হল। রাজ্য সরকার পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারিতে, এবারে আরো ১৫ দিন অর্থাৎ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে না লোকাল ট্রেন।
মুখ্যমন্ত্রীর জয়লাভ এবং তাঁর সুস্থতা কামনায় হোম যজ্ঞে শামিল মহিলা তৃণমূল কর্মীরা
মে মাসের নির্দেশিকা অনুযায়ী গণপরিবহন, রেস্তোরাঁ, জিম, পার্ক ও সিনেমা হল এর ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছে রাজ্য। এর আগে রাজ্যে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত কোভিদ বিধি-নিষেধ জারি ছিল। এরপর ফের গত বুধবার, নির্দেশিকা অনুযায়ী নিষেধাজ্ঞা বাড়িয়ে দেওয়া হয়েছে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত। পাশাপাশি রাত ১১টা থেকে ভোর ৫ টা পর্যন্ত থাকবে কারফিউ। এদিনের নির্দেশিকায় লোকাল ট্রেন চলাচল কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। সুতরাং চলতি মাসেও চলবে না ট্রেন বলে ধারণা।
শ্রীলঙ্কা সফরে এক ভারতীয় ক্রিকেটারের বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করেন দ্রাবিড়!
এদিকে,যাত্রীবাহী লোকাল ট্রেন চলাচল না করলেও, বর্তমানে স্টাফ স্পেশাল ট্রেন চলছে। তবে সেক্ষেত্রে নিজ প্রতিরক্ষার ওপর গুরুত্ব দিয়েছে রাজ্য। প্রত্যেকের মুখে মাক্স ও স্যানিটাইজার থাকা আবশ্যক। ইতিমধ্যেই স্কুল ও কলেজ গুলি খুলছে না বলেও জানা গেছে।
আফগানিস্তানে পুষ্টিহীনতায় মৃত্যু হতে পারে ১০ লক্ষ শিশুর; আগাম সর্তকতা ইউনিসেফের
উল্লেখ্য, রাজ্যে বিধিনিষেধ মেনে লোকাল ট্রেন না খুললেও চলছে অন্যান্য গণপরিবহন ব্যবস্থাগুলি। তবে যে সমস্ত সংস্থার কাজ অফলাইনে শুরু হয়েছে সে ক্ষেত্রে কর্মীদের নিরাপত্তার স্বার্থে কোভিদ প্রটোকল পালনের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেছে রাজ্য।