সার্বভৌম সমাচার : বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মুকুটে নতুন পালক। সাহিত্য অকাদেমির সর্বোচ্চ সম্মান ‘ফেলো’ সম্মানে ভূষিত হলেন তিনি। অকাদেমির মতে মূলত এই স্বীকৃতি তাদেরই দেওয়া হয় যাঁরা ‘অমর সাহিত্যের স্রষ্টা’।
ঠাকুর বিসর্জন দেখতে গিয়ে জলে তলিয়ে গেল বছর চারের শিশু
এর আগেও একাধিক পুরস্কারে সম্মানিত হয়েছেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু বাবু। যার মধ্যে সাহিত্য রয়েছে অকাদেমি পুরস্কার, আনন্দ পুরস্কার, বিদ্যাসাগর পুরস্কার।১৯৬৭ সালে শীর্ষেন্দু বাবু প্রথম উপন্যাস ‘ঘুণপোকা’ প্রকাশিত হয়। তার পর প্রকাশিত হয় ‘কাগজের বউ’, ‘দূরবীন’, ‘যাও পাখি', ‘মানবজমিন’, যেগুলি পাঠকদের মনে জায়গা করে নিয়েছে। এছাড়াও তাঁর লেখা বাংলা ছোটগল্প রচনা আজও ছোটো থেকে বড়দের মনে জায়গা করে নিয়েছে। তাঁর ‘গোঁসাইবাগানের ভুত’, ‘মনোজদের অদ্ভুত বাড়ি’, ‘পাতাল ঘর’ প্রভৃতি কিশোর উপন্যাস অভূতপূর্ব সারা জাগায়। বাংলা সাহিত্যে তার উৎকৃষ্ট অবদান তিনি এখনও রেখে চলেছেন।
'সামান্য আদর্শ থাকলেও আর যাই হোক, রাজনীতি নয়'-বেনামেই ক্ষোভ অনুপম রায়ের
অকাদেমির সুত্রে জানা গেছে, একটি অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ সন্মান শীর্ষেন্দু মুখোপাধ্যাযের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও আগে এই সন্মান পেয়েছেন শঙ্খ ঘোষ থেকে শুরু করে সুভাষ মুখোপাধ্যায়, নিরেন্দ্রনাথ চক্রবর্তী সহ একাধিক মানুষ।