কলকাতা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ৭৩ পদে মেডিকেল অফিসার নিয়োগ! আবেদনের বিস্তারিত জানুন..

 

Kolkata-Primary-Health-Center-appoints-73-medical-officers-Find-out-the-details-of-the-application

ঈশিতা সাহা: পার্ট-টাইম ও ফুল টাইম ভিত্তিতে কলকাতা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ৭৩ জন মেডিকেল অফিসার নিয়োগ করা হবে। ইতিমধ্যে কলকাতার এনইউএইচএম সোসাইটির  বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীরা ১০ সেপ্টেম্বর সরাসরি ইন্টারভিউতে  অংশ নিতে পারবে।

বিজেপি-সিপিএম সংঘর্ষ! ভোট ঘিরে অগ্নিগর্ভ ত্রিপুরা

চুক্তির ভিত্তিতে মোট ৭৩ জনের আসন সংরক্ষনের কথা উল্লেখ করেছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে এস সি ৪, এসটি ৫, ওবিসি এ ২, ও বিসিবি ২, ইউ আর ৪ এবং প্রতিবন্ধীদের জন্য একটি আসন সংরক্ষণ আছে। ৭৩টি পদের মেডিকেল অফিসার নিয়োগের ক্ষেত্রে ৫৫ জনকে পার্ট টাইম পদে নিয়োগ করা হবে। পার্টটাইম মেডিকেল অফিসার দের মাসিক বেতন দেওয়া হবে ২৪,০০০ টাকা। অন্যদিকে, ১৮ জনকে ফুলটাইম পদে নিয়োগ করা হবে। এদের মাসিক বেতন হবে ৬০,০০০ টাকা।

এক বা দুই কেজি নয়, একেবারে ১৫ কেজি ওজন কমিয়ে তাক লাগালেন কমেডিয়ান ভারতী সিংহ

আগামী ১০ সেপ্টেম্বর বেলা ১১ টা নাগাদ সরাসরি ইন্টারভিউ-এর জন্য আসতে হবে রুম নং-২৫৪, সেকেন্ড ফ্লোর, পিএমইউ, কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি, ৫, এস.এন ব্যানার্জি রোড, কলকাতা-৭০০০১৩ ঠিকানায়।

গাইঘাটায় গাড়ির রেষারেষির জেরে মৃত্যু মহিলার

আবেদনের নথিপত্র হিসেবে আনতে হবে কাস্ট সার্টিফিকেট, বয়সের শংসাপত্র ও শিক্ষাগত যোগ্যতার প্রমাণ। উল্লেখ্য, মেডিকেল অফিসার পদে নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীর বয়স সীমা হতে হবে ৬২ বছরের মধ্যে।এছাড়াও এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর এমবিবিএস উত্তীর্ণ ডিগ্রী ও এক বছরের ইন্টার্ণশিপ সার্টিফিকেট থাকা আবশ্যক।  আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটির অফিশিয়াল ওয়েবসাইট https://www.kmcgov.in/KMCPortal/jsp/KMCPortalHome1.jsp- এ দেখতে পারেন।

Kolkata-Primary-Health-Center-appoints-73-medical-officers-Find-out-the-details-of-the-application

Kolkata-Primary-Health-Center-appoints-73-medical-officers-Find-out-the-details-of-the-application

Kolkata-Primary-Health-Center-appoints-73-medical-officers-Find-out-the-details-of-the-application

Kolkata-Primary-Health-Center-appoints-73-medical-officers-Find-out-the-details-of-the-application

Kolkata-Primary-Health-Center-appoints-73-medical-officers-Find-out-the-details-of-the-application


Post a Comment

Previous Post Next Post