জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর: অবৈধ সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রী বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার বংশিহারি ব্লকের এলাহাবাদ এলাকার।
সূত্রে খবর,মৃত ব্যক্তি নাম অনুপ সরকার। বহুদিন ধরেই ঝাড়খণ্ডের বাসিন্দা হেমেন হাজরা সঙ্গে পরকীয়ার সম্পর্কে জড়িয়েছিলেন অনুপের স্ত্রী। পরিবারের অভিযোগ, গতকাল রাতে ওই এলাকায় একটি পিকনিকের আয়োজন করা হয়েছিল। সেই পিকনিকে গিয়েছিল অনুপ সরকার। সেই রাতে আর খোঁজ মেলেনি তার। আজ বাড়ির সামনে ঝুলন্ত অবস্থায় অনুপের দেহ পড়ে থাকতে দেখা যায়।
অনুপ সরকারের ভাই উত্তম সরকার জানান, 'এক বছর ধরেই দাদার বউর সঙ্গে হেমেন হাজারা নামে এক ব্যক্তির সম্পর্ক চলছিল। ওরাই দাদাকে মেরে ফাঁসি দিয়ে দিয়েছে। যারা ঘটনায় জড়িয়ে আছে তাদের সবার ফাঁসি চাই।' ইতিমধ্যে পরিবারের লিখিত বয়ানের ভিত্তিতে অনুপের স্ত্রীকে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে স্বপন প্রামানিক, অপু প্রামানিক সহ তিন জন ব্যক্তির নাম উঠে আসে।
এদিকে ঘটনার পর অনুপ সরকারের একমাত্র ছেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। ঘটনায় তদন্ত চালিয়েছে পুলিশ।
অনুপ সরকারের ভাগ্নে প্রসেনজিৎ মন্ডল বলেন, "ষড়যন্ত্র মাফিক মারা হয়েছে মামাকে।" বংশীহারী থানার পুলিশ অনুপের মৃতদেহটি উদ্ধার করে ও ময়নাতদন্তে পাঠানো হয়। এদিনের ঘটনার পর চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে ওই এলাকায়।