ভারতীয় বংশোদ্ভূতদের অপহরণের অভিযোগ উঠল আফগানিস্তানে

Kidnappings-of-Indian-descent-have-been-reported-in-Afghanistan

রিয়া গিরি : ফের আফগানিস্থানে  ভারতীয় বংশোদ্ভূতদের উপর অত্যাচার চালানোর অভিযোগ উঠল তালেবানদের বিরুদ্ধে। বানসুরি লাল নামে এক আফগান ভারতীয় বংশোদ্ভূতকে অপহরণের অভিযোগ উঠেছে। সম্ভবত কাবুল থেকে তাকে অপহরণ করা হয়। পেশায় ওষুধের দোকানে মালিক বানসুরি কে ৫ জন আততায়ীদের কাছ থেকে জোর করে একটি গাড়িতে তুলে নিয়ে যায় বলে জানানো হয়েছে তার পরিবারের তরফ থেকে।

ভারতীয় বংশোদ্ভূতদের অপহরণের অভিযোগ উঠল আফগানিস্তানে

তালিবানরা শাসন শুরু হওয়ার পর থেকে আফগানিস্তানের মানুষদের থেকে শুরু করে ভারতীয়দের ওপর অত্যাচার চালাচ্ছে তালিবানরা। এবার সেরকমই একটি চিত্র দেখা গেল কাবুলে।যদিও এই ঘটনার পেছনে তালিবানদের কোন হাত আছে কিনা এখনো পর্যন্ত প্রমাণ হয়নি কিন্তু ভারতীয়দের ওপর দীর্ঘ দিন ধরে চলা এই ব্যবহার কিছুতেই মেনে নিতে পারছেন না আফগান ভারতীয়রা।

হঠাৎ ভেঙে পড়ল মুম্বাইয়ের চলতিপথে নির্মীয়মাণ উড়ালপুল, আহত শ্রমিক ১৪

পুরো ঘটনাটি ঘটার পর একটি টুইট  উল্লেখ করে সাহায্যের আবেদন জানিয়েছেন  Indian World Forum এর সভাপতি Punit Singh Chandhok। বহু ভারতীয়দের আফগানিস্তানের তালিবান দখলের পর থেকে উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত বহু ভারতীয়র আফগানিস্তান থেকে গেছেন । সূত্রের খবর বিমানবন্দরে গেটের বাইরে থেকে ভারতীয়দের অপহরণ করে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য।যদিও তাদের মধ্যে অনেকেই ভারতে ফিরিয়ে এনেছে ভারত সরকার তবুও আরো অনেক ভারতীয় নাগরিক এখনো কাবুলে আটক রয়েছেন।

Post a Comment

Previous Post Next Post