হাওয়াই চটি পরা মানুষদের বিমানে সফর সফল করতে মরিয়া জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

Jyotiraditya-Scindia-is-desperate-to-make-the-trip-to-Hawaii-a-success


রিয়া গিরি : দেশের সাধারণ মানুষের পরিস্থিতি পূর্বের তুলনায় উন্নত করতে যখন নরেন্দ্র মোদি উদ্যোগ নিয়েছেন তখন তা অক্ষরে অক্ষরে পালন করতে মরিয়া দলের নেতারা।দেশের সাধারণ মানুষ যদি আগামী দিনে বিমান পরিষেবা পেতে পারে সেদিকেও গুরুত্বের কথা বলেছিল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকার দেশের সাধারণ মানুষের কাছে একটি স্বল্পমূল্যের বিমান ভ্রমণ সুবিধা প্রদান করতে চায়।ঠিক তেমনটাই জানিয়েছেন নতুন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া।

বিচ্ছেদ নিতে চলেছেন শিল্পা

সূত্রের খবর, তিনি মধ্যপ্রদেশের সাংবাদিক বৈঠকে বানিয়েছিলেন গত চার বছরে অসামরিক বিমান পরিষেবা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হচ্ছে সাথে সাথে ছোট শহরগুলিতে ও বিমান বন্দর খোলা হয়েছে শুরু হচ্ছে নতুন রুটে বিমান পরিষেবা। আমরা সাধারন মানুষকে একটি কম মূল্যে বিমান ভ্রমণের সুবিধা দিতে চাই।ধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবারই বলেছেন এই সুবিধা এমন হওয়া দরকার যাতে দেশের হাওয়াই চপ্পল পরা মানুষ বিমানে ওঠার সুযোগ পেতে পারেন। পারতা পূরণ করতে উদ্যোগ নিয়েছেন তিনি।

পুরোপুরিভাবে ফি মকুব করতে নারাজ কলেজ

তিনি বলেছেন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র ৩৫ দিনে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া তার রাজ্যে নতুন ৪৪ টি বিমান চালু করেন। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছেন, জব্বলপুর থেকে মুম্বাই, পুনে থেকে সুরাট, হায়দ্রাবাদ থেকে কলকাতা বিমান উঠছে এবং পরে জব্বলপুর থেকে দিল্লি গামী বিমান পরিষেবা শুরু হতে চলেছে।










Post a Comment

Previous Post Next Post