৪০ বছর চোখের পাতা এক না করে বেঁচে থাকাও সম্ভব

 

It-is-possible-to-live-for-40-years-without-one-eyelid

রিয়া গিরি : চোখের পাতা এক না করেই জীবনের ৪৬ টা বছর কাটিয়ে দিয়েছেন এক ব্যক্তি। ব্যক্তিটির নাম থাই  এনগক। না তিনি ঘুমিয়েছেন না চোখের পাতা কোনভাবে এক করেছেন। অসংখ্য ডাক্তার দেখিয়েও কোনমতেই স্বাভাবিক রূপে ফিরিয়ে আনা গেল না ওই ব্যক্তিকে।

বিজেপি’র মন্ডল সভাপতির ভাড়াবাড়িতে মধুচক্রের আসর; ধৃত ৩

ঘটনাটি শুধুমাত্র ভিয়েতনামের নয় হাঙ্গেরির বাসিন্দা পল কর্ন ৪০  বছর ধরে নিজের চোখের পাতা এক করেননি। এই তালিকায় রয়েছে মার্কিন এক ব্যক্তি আল হারপিন যিনি ১০ বছর ঘুমোননি। শুধুমাত্র বিদেশ নয় দেশের দক্ষিণ দিল্লির সতীশ কুমার টানা ১৪ বছর জেগে রয়েছেন।

ফ্ল্যাট থেকে উদ্ধার অবসরপ্রাপ্ত ওসির ছেলের শিরা কাটা দেহ

বছরের পর বছর  না ঘুমিয়ে কাটিয়ে দেওয়ার তালিকাতে রয়েছে বেশ কয়েকজন তাদের মধ্যে আর একজন হলেন চীনের লি ঝান্যেং। বছরের পর বছর তিনি  না ঘুমিয়েই কাটিয়ে দিয়েছেন। টানা ৪০ বছর পরে তিনি একবার এক মিনিটের জন্য দুচোখের পাতা এক করেছিলেন। ঘুমের ওষুধ থেকে শুরু করে স্লিপিং থেরাপি নিলেও তাতে কোনো লাভ হয়নি। প্রচুর ডাক্তার দেখানোর পরেও লি ঘুমোতে পারেননি। 

চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকার প্রতারণা, ধৃত অভিযুক্ত

চিকিৎসকরা বলেছেন মস্তিষ্কের এক বিরল জিনগত রোগের কারণে রোগী ঘুমাতে পারেন না। ঘটনাটি অবিশ্বাস্য হলেও বাস্তবে এরকম রোগে আক্রান্ত রোগীর অস্তিত্ব মেলে।

Post a Comment

Previous Post Next Post