ঈশিতা সাহা: ইতিমধ্যে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২ আর্মি এইচকিউ সিগনাল রেজিমেন্ট- এ গ্রুপ সি পদে দশম পাশ উর্ধ্বে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি জারি হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী কুক, বার্বার, ওয়াশারম্যান এবং টেলর ও ইকুইপমেন্ট পদগুলিতে নিয়োগ করা হবে।
আইফোন কেনার দুদিনের মধ্যে বিস্ফোরণ ঘটল পকেটেই
পদ্ধতি অনুসারে দুটি ধাপ এর মাধ্যমে নিয়োগ চলবে। প্রথম ধাপে দশম শ্রেণি স্তরে বিভিন্ন বিষয়ের উপর লিখিত পরীক্ষা হবে। তারপরে প্র্যাকটিক্যাল টেস্ট নেওয়া হবে।
T-20 বিশ্বকাপ জেতার স্বপ্ন ভেঙে দিতে সরাসরি ভারতকে হুমকি ক্যারিবিয়ানদের
জেনারেল ক্যাটাগরি আবেদনকারীদের বয়স সীমা ১৮-২৫ বছর পর্যন্ত। প্রত্যেকটি পদের ক্ষেত্রে ন্যূনতম যোগ্যতা দশম শ্রেণী উত্তীর্ণ হলেই হবে। কুক পদের জন্য নির্ধারিত বেতন ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা। এছাড়া বাকি পদ গুলির ক্ষেত্রে বেতন ১৮,০০০ - ৫৬,৯০০ টাকা পর্যন্ত।
মুখ্যমন্ত্রীর জয়লাভ এবং তাঁর সুস্থতা কামনায় হোম যজ্ঞে শামিল মহিলা তৃণমূল কর্মীরা
আবেদনপত্র ফিলাপ করে অফলাইনে তা,The Commanding Officer, 2 Army Headquarters Signal Regiment, Roorkee Road, Meerut Cantt-250001-এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। ৫ অক্টোবরের পর্যন্ত আবেদনপত্র জমা নেওয়া হবে। অবশ্যই যে পদের জন্য আবেদন করছেন সেটি উল্লেখ করতে হবে ফর্মে।
মাত্র দু মিনিটের টর্নেডোয় পাল্টে গেল বসিরহাট গ্রামের নকশা!
প্রয়োজনীয় নথিপত্র বিস্তারিত জানতে, https://www.indianarmy.nic.in/-এই ওয়েবসাইটটিতে প্রবেশ করুন।