আরসিবি বনাম কেকেআর খেলার ১১ প্রেডিকশন-
KKR খেলার 11 (সম্ভাব্য):
নীতিশ রানা, শুভমান গিল, রাহুল ত্রিপাঠি, ইয়ন মরগান (অধিনায়ক), দীনেশ কার্তিক (wk), আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, লকি ফার্গুসন, কমলেশ নগরকোটি/শিবম মাভি, বরুণ চক্রবর্তী, প্রসিদ কৃষ্ণ।
RCB খেলছে 11 (সম্ভাব্য):
বিরাট কোহলি (C), দেবদত্ত পাড়িকল, রজত পাতিদার, গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স (wk), শাহবাজ আহমেদ, কাইল জ্যামিসন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষাল প্যাটেল, মোহাম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল।
পুজোর ভিআইপি পাস পেতে এবার চাই করোনার ভ্যাকসিন
আরসিবি বনাম কেকেআর হেড টু হেড:
মোট খেলা: 27
আরসিবি জিতেছে: ১
KKR জিতেছে: 14
RCB সর্বোচ্চ স্কোর বনাম KKR: 213
KKR সর্বোচ্চ স্কোর বনাম RCB: 222
RCB সর্বনিম্ন স্কোর বনাম KKR: 49
KKR সর্বনিম্ন স্কোর বনাম RCB: 84