ঈশিতা সাহা : ২০১৭ সালে ৯ জানুয়ারি নেওড়া ভ্যালি জঙ্গলে দেখা মিলেছিল রয়েল বেঙ্গল টাইগার। ফের চার বছর পর একটি বিরল দৃশ্যের সাক্ষী হল গরুমারা বন্যপ্রাণী বিভাগের অন্তর্গত নেওড়া ভ্যালি জঙ্গল। শুক্রবার বনবিভাগের পাতা ট্রাপ ক্যামেরায় ধরা পরল প্রায় লুপ্ত প্রাণী ব্ল্যাক প্যান্থারের।
রাজ্যের সিলেবাসে করোনা পাঠ! কোন শ্রেণীর অন্তর্ভুক্ত হল জানুন
বনবিভাগ সূত্রে খবর, শুক্রবার ১১ হাজার ফুট উচ্চতায় অবস্থিত নেওড়া ভ্যালি জঙ্গলে দেখা মিলেছে ওই ব্ল্যাক প্যানথারের।এর আগে যে বাঘের হদিস মিলেছে সেটা ছিল তুষার চিতাবাঘ। কিন্তু কখনো ব্ল্যাক প্যানথারের দেখা পায়নি বন বিভাগ কর্মীরা। তবে শুক্রবার ক্যামেরাবন্দি হয়েছে এই প্যানথার। বনদপ্তর এর মুখ্য আধিকারিক জানান, 'এই জঙ্গলে একাধিকবার দেখা মিলেছে ব্ল্যাক প্যানথারের। তাদের নিরাপত্তা ও সুরক্ষার জন্য বনকর্মীর সংখ্যাও বাড়ানো হয়েছে।
কুমোরটুলিতে জোর কদমে চলছে প্রতিমা তৈরির কাজ
উল্লেখ্য, নিউ মেল থেকে ডেলো যাবার পথে একাধিকবার বাঘের দর্শনের গল্প শোনা গেছে এলাকাবাসীর মুখে। তবে চাক্ষুষ প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু গত শনিবার ওই এলাকায় বাঘের দর্শন মিলেছে বলে জানা যায়।