ঈশিতা সাহা: চলতি বলিউডে নামজাদা গান "আনখ মারে" হোক অথবা পার্টি সঙ্গ- সবক্ষেত্রেই মিকা সিং-এর আওয়াজে মুগ্ধ বলিউড। একের পর এক সুপারহিট গানের আওয়াজে প্রথম সারির গায়কের মধ্যে উঠে আসে মিকা সিং-এর নাম।
এবার তালিবানদের হাতে ধর্ষণের শিকার তালিবান পুরুষেরাও
কিন্তু অজানা বিষয়টি হলো বলিউডে নাম করা এই গায়ক আসলে পশ্চিমবঙ্গের দুর্গাপুরের ছেলে।গুরুদুয়ারের পুরোহিতের পুত্র অমৃক সিং তথা আজকের মিকা সিং বেনাচিতি গুরুদুয়ারের প্রাঙ্গণে জন্মেছিলেন।যথাযথভাবে পড়াশোনার থেকে বেশি গানের প্রতি টান ছিল তার। অর্থকষ্টে পড়াশোনা ছুটে গেলেও গানকে হাতছাড়া করেননি মিকা। গান নিয়ে চলতে তার বাবাই ছিল প্রধান শিক্ষক। মিকার বাবা ছিলেন শাস্ত্রীয় সংগীতে বিশেষ পারদর্শী। চার বছর বয়সেই জন্মস্থান ছেড়ে দিল্লিতে চলে আসেন মিকা। সেখানে গিয়ে গুরুদুয়ারে সকল ভাই বোন মিলে ১০০ টাকার পারিশ্রমিকে তবলা বাজাতেন। এরপর সেখান থেকে একটি ব্যান্ড- এর সঙ্গে যুক্ত হয়ে গিটার বাজাতেন মিকা।
পরীক্ষা ছাড়াই ডাক বিভাগে প্রার্থী নিয়োগ, আবেদনের শেষ তারিখ শীঘ্রই
সেখান থেকে বলিউডে পা। গানকে সঙ্গী নিয়ে উদ্যম চেষ্টাই তাকে আজ খ্যাতির পরিচয় দিয়েছে। মিকার জীবনে গাওয়া প্রথম গান " সাওয়ান মে লাগ গায়ই আগ"। ওই সময় গানটি এতটাই হিট করেছিল যে বলিউড ফের ডাক পাঠান মিকাকে।'আপনা সপ্না মানি মানি' গানটি দিয়ে মিকার বলিউডে পথ চলা শুরু হয়। এরপর একের পর এক নাম করা নায়ক নায়িকাদের ছবিতে গান গেয়েছেন মিকা। এছাড়াও বাংলার ইন্ডাস্ট্রিতেও অনেক গানে গলা দিয়েছেন।