সরকারি অনুদান অগ্রাহ্য করে সাধারণ ছেলেকে বিয়ে করলেন জাপানের রাজকুমারী

 

Ignoring-the-government-grant-the-princess-of-Japan-married-an-ordinary-boy

ঈশিতা সাহা: আট বছর ধরে যাকে ভালোবেসেছে তাকেই বিয়ে করেছে, হোক সে রাজকুমারী। ধর্ম, বর্ণ,জাতির ঊর্ধ্বে প্রেম, এবার তা প্রমাণ করে দিলেন জাপানের রাজকুমারী মাকো।

জাপানের ক্রাউন প্রিন্সের মেয়ে অর্থাৎ সম্রাট নারুহিতোর ভাইজি মাকো নিজে রাজপরিবারের সদস্য হয়েও গাঁটছড়া বাঁধতে চলেছেন আট বছরের পুরনো প্রেমিক কোমুরোর সঙ্গে। জানা যায় বছরখানেক আগে থেকেই বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা চলছিল। কিন্তু একাধিক কারণে তা পিছিয়ে যায়। তবে এই বছরের শেষেই চূড়ান্ত পরিণতি পেতে চলছে  মাকো-কমুরোর সম্পর্ক।

জাপানের নিয়ম অনুযায়ী, যদি রাজ পরিবারের কোনো সদস্য রাজ অধিকার ত্যাগ করে কোন সাধারণ ঘরের ছেলে কে বিয়ে করেন, তবে সরকারের তরফ থেকে তাকে ১৩ লক্ষ ডলার টাকা দিয়ে সাহায্য করা হয়। তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন মাকো। পাশাপাশি জাঁকজমকের পরিবর্তে সাধারণভাবে অতিথি আপ্যায়নের মাধ্যমেই গাঁটছড়া বাঁধবেন তারা। এও জানা যায়, বিয়ের পর মাকো তার  রাজপরিবারের তকমা খোয়াবেন।

২০১৩ সালের ডিসেম্বর মাস থেকে এই যুগলপ্রেমের সম্পর্ক শুরু হয়। এরপর ২০১৭ সালের সেপ্টেম্বরে যুগল সাংবাদিক সম্মেলনে তাদের বিয়ের পরিকল্পনা সম্পর্কে জানান। ২০১৮ সালে চার হাত এক হবার কথা ছিল। কিন্তু রাজ পরিবারের তরফ থেকে তা স্থগিত করা হয় ২০২০ সাল পর্যন্ত। এরপর একাধিক ব্যক্তিগত কারণে তা পিছিয়ে শেষে চলতি বছরেই পরিপূর্ণ বিয়ের সিদ্ধান্ত নেয় রাজপরিবার।

Post a Comment

Previous Post Next Post